ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কারবারের কাছে হার সিমোনার

প্রকাশিত: ০৬:২৩, ২৭ অক্টোবর ২০১৬

কারবারের কাছে হার সিমোনার

স্পোর্টস রিপোর্টার ॥ সিঙ্গাপুরে চলমান ডব্লিউটিএ ফাইনালসে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছেন এ্যাঞ্জেলিক কারবার। সেইসঙ্গে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেলেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এই নাম্বার ওয়ান। মৌসুমের শেষদিকের এই টুর্নামেন্টটির গত তিনটি আসরেই অংশ নিয়েছেন তিনি। কিন্তু জয় পেয়েছেন মাত্র দুই ম্যাচে। কিন্তু এবার শুরু থেকেই চমৎকার পারফর্ম করছেন এই জার্মান টেনিস সেনসেশন। টুর্নামেন্টের প্রথম ম্যাচে তিনি ডোমিনিকা সিবুলকোভাকে পরাজিত করেছিলেন। তবে রবিন রাউন্ডের সেই ম্যাচ জিতে রীতিমতো ঘাম ঝরেছিল তার। কিন্তু প্রথম ম্যাচের কষ্টার্জিত জয় ভুলে মঙ্গলবার সরাসরি সেটের দুর্দান্ত জয় নিয়ে কোর্ট ছাড়েন ২৮ বছর বয়সী এ্যাঞ্জেলিক কারবার। এদিন রোমানিয়ার সিমোনা হ্যালেপকে খুব সহজেই হারান তিনি। এ্যাঞ্জেলিক কারবার তার দ্বিতীয় ম্যাচে ৬-৪ ও ৬-২ গেমে পরাজিত করেন হ্যালেপকে। যদিওবা এর আগে প্রথম ম্যাচে কারবারকে ভয়ই পাইয়ে দিয়েছিলেন সেøাভাকিয়ার ডোমিনিকা সিবুলকোভা। দারুণ প্রতিদ্বন্দ্বিতার পর তিন সেটে প্রথম ম্যাচটি নিষ্পত্তি হয়েছিল। প্রথম সেটটি তো টাইব্রেকারে গড়ায়। শেষ পর্যন্ত সেই ম্যাচের ফলাফল ছিল ৭-৬ (৭-৫), ২-৬, ৬-৩। দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষকে হারাতে কারবারের সময় লাগে মাত্র ৮২ মিনিট। এই জয়ের ফলে দারুণ তৃপ্ত জার্মান তারকা। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এখানে আমি অনেক অনেক স্বাচ্ছন্দ্য অনুভব করছি।’
×