ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তারকা ফুটবলারদের বিশ্রামে রাখার খেসারত

বার্সাকে হারিয়ে সুপার কাপ এস্পানিওলের

প্রকাশিত: ০৬:২২, ২৭ অক্টোবর ২০১৬

বার্সাকে হারিয়ে সুপার কাপ এস্পানিওলের

স্পোর্টস রিপোর্টার ॥ ‘এমএসএন’ ত্রয়ী লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমারসহ তারকা ফুটবলারদের না খেলানোর ফল পেলেন কোচ লুইস এনরিকে। এস্পানিওলের কাছে ১-০ গোলে হেরে সুপার কাপের ট্রফি খুইয়েছে তার দল বার্সিলোনা। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ম্যাচটি জিতে উল্লাস করেছে এস্পানিওল। কাতালুনিয়ার তাররাগোনায় বার্সিলোনা ম্যাচটি খেলতে নেমেছিল তাদের ‘বি’ দলের বেশিরভাগ ফুটবলার নিয়ে। এ সুযোগটাই কাজে লাগায় এস্পানিওল। ম্যাচের দশম মিনিটে জোশে এ্যান্টোনিওর পাস থেকে গোলরক্ষক জর্ডি মাসিপকে কাটিয়ে এস্পানিওলের পক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেন ফিলিপে কাইসেডো। বার্সার আক্রমণভাগের সেরা তিন তারকা মেসি, নেইমার ও সুয়ারেজকে তিনদিনের ছুটি দিয়েছেন কোচ লুইস এনরিকে। বিশ্রামে আছেন বেশিরভাগ তারকা খেলোয়াড়। মূল দলের ফুটবলার আন্দ্রে গোমেজ, ডেনিস সুয়ারেজ ও জেরেমি ম্যাথিউর সঙ্গে তাই খেলেছেন বার্সিলোনা ‘বি’ দলের তরুণ খেলোয়াড়রা। এরপরও ম্যাচে আধিপত্য ছিল বার্সার। কিন্তু শুরুর দিকে গোল হজম করার পর আর ম্যাচে ফিরতে পারেনি তারা। একাধিক সহজ সুযোগ হাতছাড়া করার মাশুলই দিতে হয়েছে স্প্যানিশ লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের। ম্যাচটি হারের পর স্বাভাবিকভাবেই সমালোচনার মুখে পড়তে হয়েছে এনরিকেকে। তবে দল নির্বাচন নিয়ে ওঠা সমালোচনা পাত্তা দিচ্ছেন না বার্সিলোনা কোচ। ম্যাচ শেষে এনরিকে বলেন, এটা ধ্বংসাত্মক, করুণ সমালোচনা। আমাকে প্রথমে আমার দল নিয়ে ভাবতে হবে। কঠিন সূচী আমাদের। তিনি আরও বলেন, আমি সমালোচনা মেনে নিচ্ছি। কিন্তু আমার কাছে দলের জন্য যেটা সেরা মনে হয়েছে সেই সিদ্ধান্তই আমি নিয়েছি। হেরে গেলেও শিষ্যদের খেলায় মুগ্ধ এনরিকে বলেন, আমাদের আরও বেশি কিছু প্রাপ্য ছিল। পুরো সময় আমাদের কাছে বল ছিল আর বলের দখলও আমাদের ছিল। এস্পানিওল একটি মাত্র বিপজ্জনক মুহূর্ত সৃষ্টি করে তা থেকে গোল আদায় করেছে। এদিকে স্প্যানিশ লা লিগায় গত মৌসুমে বার্সিলোনাকে শিরোপা জেতালেও বর্ষসেরা কোচের পুরস্কারের সেরা তিনজনের মধ্যে ছিলেন না এনরিকে। এ নিয়ে অবশ্য কোন মাথা ব্যথা নেই কাতালান কোচের। বিষয়টি নিয়ে মজা করে তিনি জানিয়েছেন, স্পেনের ফুটবলের শীর্ষ প্রতিযোগিতার ২০ জন কোচের মধ্যে থাকবেন তিনি! গত সোমবার ভ্যালেন্সিয়াতে হওয়া অনুষ্ঠানে বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন তৃতীয় স্থানে থেকে লা লিগা শেষ করা এ্যাটলেটিকো মাদ্রিদের কোচ দিয়াগো সিমিওনে। কাতালান সুপার কাপে হেরে যাওয়ার পর সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে প্রশ্ন করা হয় বার্সা বসকে। তিনি বলেন, এটা খুব ভাল প্রশ্ন। আমি বিশ্বাস করি, আমি সেরা ২০ কোচের মধ্যে আছি। কারণ প্রিমিয়ার লীগে ২০ জন কোচই আছেন। আমি নিমন্ত্রণ পাইনি। কিন্তু আপনারা জানেন, আমি সাধারণত এই ধরনের অনুষ্ঠানে যাই না।
×