ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্টোকসকে নিয়ে উচ্ছ্বসিত কোচ

প্রকাশিত: ০৬:২১, ২৭ অক্টোবর ২০১৬

স্টোকসকে নিয়ে উচ্ছ্বসিত কোচ

স্পোর্টস রিপোর্টার ॥ চট্টগ্রাম টেস্টে জয়ের নায়ক বেন স্টোকসকে নিয়ে উচ্ছ্বাসিত ইংল্যান্ড কোচ ট্রেভর বেইলিস। সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার তুখোড় শিষ্যের মাঝে এখনই কিংবদন্তি অলরাউন্ডারদের ছাঁয়া দেখতে পাচ্ছেন! ‘স্টেকস যেভাবে এগোচ্ছে তাতে এটা বিচার করা খুবই সহজ। তার যোগ্যতা তাকে একসময় সর্বকালের সেরা অলরাউন্ডারদের কাতারে নিয়ে যাবে!’ বলেন তিনি। উপমহাদেশের স্পিন সহায়ক উইকেটেও স্টোকস এতটা বিধ্বংসী বলেই এমনটা মনে করেন বেইলিস। তিনি আরও যোগ করেন, ‘সময়ই সেটা বলে দেবে সে কি করতে পারে। তবে সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন হওয়ার যোগ্যতা স্টোকসের রয়েছে। ব্যাট হাতে বর্তমানে তার উপমহাদের স্পিন সামলানোর যোগ্যতা বিশ্বসেরা। আমরা দেখে অবাক হই উপমহাদেশের স্পিন সহায়ক উইকেটে সে কিভাবে নিজেকে সামলায়! নেটেও সে অনেক কঠোর পরিশ্রম করে।’ ইংলিশ বসের বিশ্বাস, স্টোকসের পারফর্মেন্স অনেকটাই সর্বকালের সেরা কিংবদন্তি অলরাউন্ডারদের মতো। ইনজুরির জন্য ইংল্যান্ড দলের নিয়মিত পেসার জেমস এ্যান্ডারসন কিছুদিন থেকে দলের বাইরে থাকাতেই মূলত বল হাতে নিয়মিত হয়েছেন। আর সদ্য শেষ হওয়া টেস্টে বাংলাদেশের বিপক্ষে তার পারফর্মেন্সে যারপরনাই অভিভূত দলের প্রধান কোচ। চট্টগ্রামে মাত্র ২২ রানে জয় পাওয়া টেস্টে স্টোকসের অবদানই সবচেয়ে বেশি মানছেন কোচ। সেখানে উইকেট ছিল স্পিন সহায়ক, এরপরও ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে মহামূল্যবান ৮৫ রান ও দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট নিয়ে ‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েছেন তিনি। এ্যান্ড্রু ফ্লিন্টফের অবসরের পরে অনেকদিন ইংল্যান্ড একজন বিশ্বমানের পেস বোলিং-অলরাউন্ডারের অভাব বোধ করেছে, যিনি একই সাথে ভাল ব্যাটিংও করতে পারেন। এবার ইংল্যান্ডের সেই দুঃখ ভোলানোর দায়িত্ব নিয়েছেন বেন স্টোকস। অধিনায়ক এ্যালিস্টার কুক স্টোকসকে ‘এক্স-ফ্যাক্টর’ ক্রিকেটার বলে অভিহিত করেন, ‘স্টোকস স্কোয়াডে দারুণ ভারসাম্য এনে দিয়েছে। ব্যাটিং কিংবা বোলিং- দলের প্রয়োজনে সে যে কোন সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সত্যি বলতে ওর নৈপুণ্যে দারুণ খুশি আমি।’ বলেন তিনি। আর স্টোকস নিজে সেরাটা দিতে মুখিয়ে, ‘এটা সত্যি ইংল্যান্ডের জন্য আমি সবসময় কিছু করতে চাই। সেটি ব্যাটিং-বোলিং কিংবা অন্য ভূমিকায় হোক। মাঠে আমি বাড়তি কিছু করতে প্রস্তুত।’ ২০১১ সালে ওয়ানডে ও টি২০ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আসা স্টোকস এখন টেস্টসহ তিন ভার্সনেই ইংল্যান্ড একাদশের গুরুত্বপূর্ণ সদস্য। ২৫ টেস্টে ৩ সেঞ্চুরি ও ৭ হাফ সেঞ্চুরির সঙ্গে ৬৬ উইকেট নিয়ে উজ্জ্বল ‘অলরাউন্ড’ পারফর্মেন্স। স্বভাবতই ২৫ বছর বয়সী শিষ্যকে নিয়ে উচ্ছ্বাসিত বেইলিস। আসন্ন ভারত সিরিজে তার কাছ থেকে এমনটাই চাইবে ইংলিশরা।
×