ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খালের মুখে পুকুর খনন ॥ ফসলের ক্ষেতে জলাবদ্ধতা

প্রকাশিত: ০৫:৫৫, ২৭ অক্টোবর ২০১৬

খালের মুখে পুকুর খনন ॥ ফসলের ক্ষেতে জলাবদ্ধতা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ খাল-বিলের উৎসমুখে অপরিকল্পিত পুকুর খননের কারণে বিপাকে পড়েছে জমির মালিকরা। দুর্গাপুর উপজেলার দুটি খালের মুখে অপরিকল্পিতভাবে পুকুর খনন করায় জলাবদ্ধতায় প্রায় ৩০০ একর জমির ফসল নষ্ট হয়ে গেছে। ফলে এ মৌসুমে ওই জমিতে আলু চাষ অনিশ্চিত হয়ে পড়েছে। এ নিয়ে চাষীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে কয়েক দফা অভিযোগ করেও কোন সুফল পায়নি। দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারুন্নাহার জানান, প্রতিনিয়ত পুকুর নিয়ে অভিযোগ আসছে। এ বিষয়ে প্রশাসন খুবই তৎপর রয়েছে। অভিযোগে জানা যায়, নওপাড়া ইউনিয়নের অনুলিয়া ও পোড়াবিলে ধান, পান, মরিচ, আলু, লাউসহ সব ধরনের সবজি চাষ হয়। বর্ষায় বিলের পানি সরকারী খাল দিয়ে বারনই নদীতে নেমে যায়। তবে গত পাঁচ-ছয় বছর ধরে এই বিলে পুকুর খননের হিড়িক পড়েছে। বিলে গিয়ে দেখা যায়, জলাবদ্ধতার কারণে সবজির ক্ষেত নষ্ট হয়ে গেছে। জলাবদ্ধতায় ডুবে আছে ফসলের ক্ষেত। পালশা গ্রামের চাষী আব্দুল জলিল বলেন, তার পৌনে তিন বিঘা জমিতে পানবরজ ও সবজি ছিল। জমির চারদিকে বাঁধ দিয়ে স্যালো মেশিনে পানি সেচেও ফসল বাঁচাতে পারেননি। একই গ্রামের কৃষক মুজিবুর রহমান বলেন, তার পৌনে চার বিঘা জমিতে মরিচ ছিল। এবার তিনি ২০ লাখ টাকার মরিচ বিক্রি করতে পারতেন। কৃষকরা বলেন, অপরিকল্পিকভাবে পুকুর খনন করায় খালের মুখ বন্ধ হয়ে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। এ বিষয়ে পুকুরের মালিক শফিকুল ইসলামের বক্তব্য তার পুকুর খালের থেকে খানিকটা দূরে রয়েছে। তিনি বলেন, পাঁচ বছর আগে তিনি পুকুর কেটেছেন। এতদিন তার পুকুরের পাশ দিয়েই পানি খালে গিয়ে পড়ত। তবে চেয়ারম্যান সাকলায়েন পুকুর কাটার সময় খালের মুখ রুদ্ধ হয়ে গেছে।
×