ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীর পদ্মায় মা ইলিশ নিধন

প্রকাশিত: ০৫:৫৪, ২৭ অক্টোবর ২০১৬

রাজশাহীর পদ্মায় মা ইলিশ নিধন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ প্রজনন মৌসুমে ইলিশ ধরা নিষিদ্ধ থাকলেও রাজশাহীর পদ্মায় চলছে ইলিশ নিধন। মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে জেলেদের জালে নিধন হচ্ছে মা ইলিশ। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, গোদাগাড়ী ও বাঘা চারঘাট এলাকায় গোপনে জেলেদের জাল পড়ছে পদ্মায়। এসব ইলিশ কমমূল্যে জেলেরা বিক্রি করছে বিভিন্ন আড়ত ও পাইকারসহ সাধারণ ক্রেতাদের কাছে। অনেকে সস্তায় ইলিশ কিনে হিমায়িত করেও রাখছেন। মৎস্য বিভাগের নজরদারি থাকলেও গত কয়েকদিনে বিপুল পরিমাণ ইলিশ নিধন করা হয়েছে পদ্মায়। সোমবার সন্ধ্যায় রাজশাহী নগরীর পাঠানপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইলিশ ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এছাড়া ইলিশ ধরার অপরাধে দুজনকে আটক করা হয়েছে। একইদিন জেলার চারঘাট ও বাঘায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল, মা ইলিশসহ এক জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতে শরিফুল নামের এ ইলিশ শিকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ বলেন, পদ্মায় নজরদারি রাখা হচ্ছে। তবে এক শ্রেণীর জেলেরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ইলিশ শিকার অব্যাহত রেখেছে। এদিকে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম অভিযান চালিয়ে এক সপ্তাহে ২৫ হাজার মিটার জাল জব্দ করে তা পুড়িয়ে দিয়েছেন। রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তা সুভাস চন্দ্র সাহা বলেন, ইলিশ নিধন বন্ধে ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। প্রতিদিনই নদী থেকে শুরু করে হাটবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এছাড়া প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় ইলিশ নিধন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। তারপরেও লোভে পড়ে অনেক মৎস্য শিকারি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ইলিশ নিধন করছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে জানান তিনি। জাল ও নৌকা জব্দ এদিকে চারঘাটে পদ্মা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও মাছ ধরা একটি নৌকা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দকৃত কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং নৌকাটি নিলামে বিক্রি করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ ও ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আব্দুল কাদের যৌথভাবে বুধবার সকালে পদ্মায় অভিযান পরিচালনা করেন। ঝালকাঠিতে ২৩ জেলের কারাদণ্ড নিজস্ব সংবাদদাতা ঝালকাঠি থেকে জানান, নলছিটি উপজেলার সুগন্ধা নদীতে ইলিশ মাছ ধরার দায়ে ২ জন জেলের বিরুদ্ধে ২টি মামলা দায়ের হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালত এদের ২ জনকেই ১ বছর করে কারাদ- প্রদান করেছে। এ সময় ১৬ হাজার ৮শ’ মিটার জাল জব্দ করা হয়েছে। জেলেদের কাছ থেকে ৬৫ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে।
×