ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাবি ছাত্র লিপু হত্যা মামলায় রুমমেট মনিরুল চার দিনের রিমান্ডে

প্রকাশিত: ০৫:৫২, ২৭ অক্টোবর ২০১৬

রাবি ছাত্র লিপু হত্যা মামলায় রুমমেট মনিরুল চার দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র মোতালেব হোসেন লিপু হত্যামামলায় তার রুমমেট মনিরুল ইসলামকে চারদিন পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে রাজশাহী মুখ্য মহানগর হাকিম আদালত-১-এ রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক মকসেদা আজগর এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ও মতিহার থানার পরিদর্শক (তদন্ত) অশোক চৌহন জানান, বুধবার দুপুরে মনিরুল ইসলামকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডের আবেদন জানানো হয়। আবেদনের শুনানি শেষে বিচারক চারদিন রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে আদালত থেকে থানা হেফাজতে নেয়া হয় বলে জানান তিনি। অশোক চৌহান বলেন, গত ২০ অক্টোবর রাবির নবাব আব্দুল লতিফ হলের ডায়নিংয়ের পাশের ড্রেন থেকে মোতালেব হোসেন লিপুর লাশ উদ্ধার করা হয়। ওই দিন জিজ্ঞাসাবাদের জন্য লিপুর রুমমেট মনিরুল ইসলামকে থানা হেফাজতে নেয়া হয়েছিল। ফ্লাইট সেফ্টি অফিসার্স কোর্সের প্রশিক্ষণ বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট সেফ্টি ইনস্টিটিউটের ৫৭তম ফ্লাইট সেফ্টি অফিসার্স কোর্সের প্রশিক্ষণ সূচীর অংশ হিসেবে ১৯ জন প্রশিক্ষণার্থী বুধবার গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ হারুনুর রশীদের তত্ত্বাবধানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিএটিসি ও বিএফসিসি পরিদর্শন করেন এবং বিমান প্রকৌশল হ্যাঙ্গারে ফ্লাইট সেফ্টি ও রক্ষণাবেক্ষণ বিষয়ে জ্ঞান অর্জন করেন। প্রশিক্ষণ দলের মধ্যে অন্তর্ভুক্ত ছিল বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, ভারতীয় বিমান বাহিনী, রাজকীয় জর্ডানিয়ান বিমান বাহিনী ও শ্রীলঙ্কান বিমান বাহিনী। চীফ অব ফ্লাইট সেফ্টি ক্যাপ্টেন শোয়েব চৌধুরী অংশগ্রহণকারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন সেফ্টি বিষয়ের ওপর একটি প্রেজেন্টেশন দেন। -বিজ্ঞপ্তি
×