ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নির্বাচনের জন্য বিএনপি সবসময় প্রস্তুত ॥ গয়েশ্বর

প্রকাশিত: ০৫:৫১, ২৭ অক্টোবর ২০১৬

নির্বাচনের জন্য বিএনপি সবসময় প্রস্তুত ॥ গয়েশ্বর

স্টাফ রিপোর্টার ॥ নির্বাচনের জন্য বিএনপি সবসময় প্রস্তুত বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সরকারী দলের নেতারা বিএনপিকে নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়ার জন্য যেসব কথা বলছেন তার সমালোচনা করে তিনি নির্বাচনের জন্য বিএনপির হাঁকডাক করে প্রস্তুতির দরকার নেই। একদিন পর নির্বাচন হলেও বিএনপি ৩০০ আসনে প্রার্থী দিতে পারবে। তাতে প্রার্থী খোঁজা লাগবে না। তবে আওয়ামী লীগ ও শেখ হাসিনার নির্বাচনের প্রস্তুতির দরকার আছে। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডেমোক্র্যাটিক কাউন্সিল নামক একটি সংগঠন আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের চেয়ে বিএনপির কাউন্সিলে ৪ থেকে ৫ গুণ বেশি লোকসমাগম হয়েছে উল্লেখ করে গয়েশ্বর রায় বলেন, আওয়ামী লীগ দুই মাস আগে থেকে বিমানের টিকেট কেটে এবং বাস ভাড়া করেও সোহরাওয়ার্দী উদ্যানে ৫০ হাজার লোকসমাগম করতে পারেনি। অথচ বিএনপি ৪৮ ঘণ্টা আগে কাউন্সিলের অনুমতি পেয়েও আওয়ামী লীগের কাউন্সিলের চেয়ে বেশি লোকসমাগম করেছে। তিনি বলেন, জনগণ ভোট দিতে পারলে বিএনপিই রাষ্ট্রক্ষমতায় আসবে। তবে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। গণমাধ্যমকে এখন ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে মন্তব্য করে গয়েশ্বর বলেন, গণমাধ্যমগুলো মালিকপক্ষ ও সরকারের নিয়ন্ত্রণে চলে গেছে। যার ফলে সংবাদকর্মীরা অনেক কিছু দেখেও না দেখার মতো সংবাদ পরিবেশন করেন। গয়েশ্বর বলেন, আমরা শক্তিশালী নির্বাচন কমিশন চাই। এজন্য সকল দলের সঙ্গে আলোচনা করে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে। এমন নির্বাচন কমিশন গঠন করতে হবে যারা জনগণের ভোটের নিরাপত্তা দিতে পারবে। আগে গণতন্ত্র পরে আলোচনা- দুদু ॥ আগে গণতন্ত্র নিশ্চিত করে পরে সকল দলের সঙ্গে আলোচনা করে দেশের চলমান সঙ্কট নিরসনের দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আয়োজক সংগঠনের সভাপতি একেএম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সহ-সাংগঠনিক আব্দুস সালাম আজাদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন প্রমুখ।
×