ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওয়াসিফ আলী খান এবং এমএ ওয়াদুদ ন্যাশনাল ব্যাংকের এএমডি

প্রকাশিত: ০৫:৪৯, ২৭ অক্টোবর ২০১৬

ওয়াসিফ আলী খান এবং এমএ ওয়াদুদ ন্যাশনাল ব্যাংকের এএমডি

ওয়াসিফ আলী খান সম্প্রতি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন। এর পূর্বে তিনি একই ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে কর্মরত ছিলেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক্সে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। এমএ ওয়াদুদ সম্প্রতি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন। এর পূর্বে তিনি একই ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে কর্মরত ছিলেন। ওয়াদুদ ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি ১৯৮৪ সালে বেসরকারী এবি ব্যাংক লিঃ-এ প্রবেশনারী অফিসার হিসেবে তার ব্যাংকিং পেশা শুরু করেন এবং ২০১০ সালে ন্যাশনাল ব্যাংক লিঃ এ যোগদানের পূর্বে তিনি শাখা ব্যবস্থাপনা ও ঋণ ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। -বিজ্ঞপ্তি ২০২০ সাল হবে ই-কমার্সের বছর অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী ২০২০ সালকে ই-কমার্সের বছর হিসেবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ই-কমার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) সভাপতি রাজীব আহমেদ। তিনি বলেন, ২০২০ সালে গ্রামাঞ্চলের প্রতিটি মানুষ অনলাইনে কেনাকাটা করবেন। বুধবার সকালে রাজধানীর রেডিসন ব্লু-ওয়াটার গার্ডেনে ই-কমার্স পলিসি কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। ই-কমার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে এ কনফারেন্সের আয়োজন করেছে। রাজীব আহমেদ বলেন, আগামী ২০১৭ সালে ই-কমার্স সেক্টরে বড় ধরনের কর্মসংস্থান তৈরি হবে। ২০১৮ সালে এ খাতে সবচেয়ে বেশি বিনিয়োগ আসবে। আমরা এই লক্ষ্যমাত্রা নিয়েই কাজ করছি। ই-কমার্স সেক্টরে বড়-ছোট কোম্পানির মধ্যে আমরা কোন ভেদাভেদ দেখছি না উল্লেখ করে তিনি বলেন, আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করে এই সেক্টরকে এগিয়ে নিতে চাই। যার প্রমাণ আপনারা ইতোমধ্যেই পেয়েছেন। সকালে সম্মেলনের উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। কনফারেন্সের দ্বিতীয় সেশনে দেশী এবং বিদেশী বিনিয়োগে ‘লোকাল এ্যান্ড ফরেন ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ব্যাংকের অর্থায়ন ছাড়া ই-কমার্সের প্লাটফর্ম গড়ে উঠবে না।
×