ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লাইসেন্স ছাড়াই পাট মজুদ করছে মৌসুমী ব্যবসায়ীরা

প্রকাশিত: ০৫:৪৮, ২৭ অক্টোবর ২০১৬

লাইসেন্স ছাড়াই পাট মজুদ করছে মৌসুমী ব্যবসায়ীরা

অর্থনৈতিক রিপোর্টার ॥ নেই কোন ট্রেড লাইসেন্স কিংবা মন্ত্রণালয়ের অনুমোদন, এরপরও পাট কিনে ঘর বোঝাই করছেন দেশের বিভিন্ন অঞ্চলের মৌসুমী ব্যবসায়ীরা। ভরা মৌসুমে কম দামে কিনে কয়েক মাস রাখলেই বেড়ে যায় দাম, এমন দাবি করলেও একেবারেই উদাসীন পাটের গুণগত মান রক্ষায়। এতে মিলগুলোতে ঢুকছে না পরিমাণ মতো ভাল মানের পাট, চাহিদা পূরণ হচ্ছে না রফতানিকারকদেরও। কিছুদিন আগেও বিভিন্ন নির্মাণ সামগ্রীর সঙ্গে বেচাকেনা হতো খৈল ভুসি আর বিভিন্ন কাঁচামালের। কিন্তু মৌসুমের এ সময়টাতে বাজারে পাটের আমদানি বেশি হওয়ায় আগের সব মালামাল সরিয়ে সেখানে তোলা হচ্ছে কাঁচাপাট। যদিও পাট আইন ২০১৬ বলছে, কোন ব্যবসায়ীকে সোনালি আঁশ সংরক্ষণ করতে হলে নিতে হবে পাট অধিদফতরের অনুমোদন আর ট্রেড লাইসেন্স, যার পেছনে ক্ষেত্র বিশেষে খরচ পড়ে ১৫ থেকে ২৫ হাজার টাকা। যদিও এসব ব্যবসায়ীদের ভরসা শুধু একটি ব্যাপারী লাইসেন্স, স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে যা পাওয়া যায় মাত্র দেড় থেকে দুইশ টাকায়। এর ওপর দুর্বল অবকাঠামোয় সংরক্ষণের ফলে নষ্ট হচ্ছে পাটের গুণগত মান, যেখানেও লঙ্ঘন করা হচ্ছে সদ্য অনুমোদিত আইনটির। যশোরে পাট পণ্য বিষয়ক মতবিনিময় সভা স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ পাট পণ্যের সঙ্গে সম্পর্কিত গ্রামীণ দরিদ্র মহিলাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে যশোরে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উলাসী সৃজনী সংঘের আয়োজনে জুট ইমপাওয়ার্ড উমেন এন্সিওরড্ লাইভলিহুড্স (জেইডাব্লিউইএল) প্রকল্পের আওতায় বুধবার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি জেলা প্রশাসক ডক্টর হুমায়ুন কবীর বলেন, অবহেলিত দরিদ্র জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে সরকারী বেসরকারী সকলকে এগিয়ে আসতে হবে। তিনি সকলকে সেবার মানসিকতায় কাজ করার আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন উলাসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি। প্রকল্প কর্মসূচী উপস্থাপন করেন ট্রেডক্রাফটের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ফিরোজ আহমেদ। উল্লেখ্য, উলাসী সৃজনী সংঘ (ইউএসএস) জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা ১৯৮৫ সাল থেকে এদেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষিপণ্য উৎপাদনকারী এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। ইতোপূর্বে বিভিন্ন দাতা সংস্থার সহযোগিতায় উলাসী সৃজনী সংঘ (ইউএসএস) গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছে।
×