ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাইট শেয়ার ও বন্ড ছাড়বে লঙ্কা বাংলা ফাইন্যান্স

প্রকাশিত: ০৫:৪৭, ২৭ অক্টোবর ২০১৬

রাইট শেয়ার ও বন্ড ছাড়বে লঙ্কা বাংলা ফাইন্যান্স

লঙ্কাবাংলা ফিন্যান্সের পরিচালনা পর্ষদ রাইট শেয়ার ও সেকেন্ড নন-কনভারটেবল জিরো কুপন বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটি ২:১ অনুপাতে অর্থাৎ ২টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিটি রাইট শেয়ারের মূল্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে কোম্পানিটি ৫০০ কোটি টাকার জিরো কুপন বন্ড ইস্যু করবে। কোম্পানির দীর্ঘমেয়াদি ঋণ পরিশোধ ও বিদ্যামান অর্থের উৎসে বৈচিত্র্য আনতে বন্ড ইস্যু করা হবে। লঙ্কাবাংলা ফিন্যান্স বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে রাইট শেয়ার ও বন্ড ইস্যু করতে পারবে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য আগামী ১৪ ডিসেম্বর বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ নবেম্বর। -অর্থনৈতিক রিপোর্টার অকারণে দর বাড়ছে সোনালি আঁশের অকারণে সোনালি আঁশের শেয়ার দর বাড়ছে বলে তথ্য প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। বুধবার ডিএসইর নিজস্ব ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ডিএসইর পর্যবেক্ষণের আলোকে সোনালি আঁশ কর্তৃপক্ষ জানিয়েছেন, সম্প্রতি তাদের কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার পেছনে কোন অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই। উল্লেখ্য, ১৮ অক্টোবর সোনালি আঁশের শেয়ার দর ছিল ১৫৯.৩ টাকা। যা ৫ কার্যদিবসে ৪৭.৬ টাকা বা ২৯.৮৮ শতাংশ বেড়ে ২৫ অক্টোবরে দাঁড়িয়েছে ২০৬.৯ টাকায়। -অর্থনৈতিক রিপোর্টার
×