ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লভ্যাংশ না দেয়ায় তিন কোম্পানি জেড ক্যাটাগরিতে

প্রকাশিত: ০৫:৪৭, ২৭ অক্টোবর ২০১৬

লভ্যাংশ না দেয়ায় তিন কোম্পানি জেড ক্যাটাগরিতে

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের মোট তিনটি কোম্পানি বিনিয়োগকারীদের জন্য কোন লভ্যাংশ ঘোষণা করেনি। ফলে বৃহস্পতিবার থেকে কোম্পানি তিনটি জেড ক্যাটাগরিতে নেমে গেল। কোম্পানি তিনটি হলো: সুহৃদ ইন্ডাস্ট্রিজ, অলটেক্স ও বিডি ওয়েল্ডিং। এর মধ্যে অলটেক্স ছাড়া বাকি দুটি কোম্পানি গত বছর লভ্যাংশ না দেয়ায় জেড ক্যাটাগরিতেই ছিল। সুহৃদ ইন্ডাস্ট্রিজ ॥ প্রকৌশল কোম্পানি তালিকাভুক্তির ৩ বছরের মধ্যে ২ বার কোন লভ্যাংশ করেনি সুহৃদ ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ। একইসঙ্গে কোম্পানিটি ২ বছর ধরে লোকসানে রয়েছে। যাতে শেয়ার দরও অবস্থান করছে অভিহিত মূল্যের নিচে। কোম্পানির লোকসান ও শেয়ার দর কমে যাওয়ায় উভয় দিক দিয়ে লোকসান গুনতে হচ্ছে বিনিয়োগকারীদের। একদিকে শেয়ার দর কমায় বিনিয়োগের পরিমাণ কমে গেছে। অপরদিকে কোম্পানির লোকসানে বিনিয়োগকারীদের সম্পদের পরিমাণ কমছে। সুহৃদ ইন্ডাস্ট্রিজ ২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছে। তালিকাভুক্তির পরে কোম্পানির পরিচালনা পর্ষদ ২০১৩-১৪ অর্থবছরের জন্য ১৫ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছিল। এরপর আর কোম্পানিটি কোন মুনাফা ঘোষণা করেনি। এদিকে ২০১৩-১৪ সালে কোম্পানি প্রতিটি শেয়ারে ১.৬৪ টাকা মুনাফা করলেও ২০১৪-১৫ অর্থবছরে ০.০৩ টাকা লোকসান করেছে। এ লোকসানের পরিমাণ বেড়ে ২০১৫-১৬ অর্থবছরে হয়েছে ০.০৪ টাকা। গত ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর সুহৃদ ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেন শুরু হয়। চলতি বছরের ২০ এপ্রিল কোম্পানির শেয়ার অভিহিত মূল্যের নিচে নেমে আসে। এরপর গত ৬ মাসে কোম্পানির শেয়ার অধিকাংশ সময় ৯-১০ টাকায় লেনদেন হয়েছে। এদিকে কোম্পানির পতনের সঙ্গে সঙ্গে উদ্যোক্তা/পরিচালকরা শেয়ার বিক্রি করে দিয়েছেন। ২০১৫ সালের ৩০ জুনেও কোম্পানির ৩২.৬২ শতাংশ শেয়ার ধারণ করেছিল। তবে এখন এর পরিমাণ কমে দাঁড়িয়েছে ৯.৪১ শতাংশ। ২০১৬ সালের ৩০ জুনে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.০৮ টাকা। কোম্পানির ২০১৫-১৬ অর্থবছরের জন্য ঘোষিত ‘নো’ ডিভিডেন্ড ও অন্যান্য আলোচ্য বিষয় চূড়ান্ত অনুমোদনের জন্য আগামী ১০ ডিসেম্বর সকাল সাড়ে ৭টায় গাজীপুরে কোম্পানির ফ্যাক্টরিতে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর কোম্পানির শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য আগামী ১৭ নবেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। অলটেক্স ইন্ডাস্ট্রিজ ॥ অন্যদিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ ঘোষণা করেনি। এদিকে কোন লভ্যাংশ ঘোষণা না করায় কোম্পানিটির সর্বোচ্চ ৪৩.৮২ শতাংশ শেয়ার দর কমেছে। কোম্পানিটির মঙ্গলবার দিনশেষে সমন্বয় মূল্য ছিল ১৭.৮০ টাকা। দিনশেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দর দাঁড়িয়েছে ১০ টাকা। দিনটিকে কোম্পানিটির ৪ কোটি ১৫ লাখ টাকার মোট ৩৯ লাখ ৩৯ হাজার ৩৪৩টি শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার কোম্পানির পর্ষদ সভায় ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। পর্যালোচনা শেষে এ সময়ের জন্য কোন লভ্যাংশ না দেয়ার কথা জানানো হয়। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা। গত বছর একই সময়ে যা ছিল ১ টাকা ২২ পয়সা। সম্পদ ম্ল্যূায়ন পরবর্তী কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৭ টাকা ৬৪ পয়সা। আর সম্পদ ম্ল্যূায়ন পূর্ববর্তী এনএভি হয়েছে ১০ টাকা ৮৬ পয়সা। এর জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২২ ডিসেম্বর। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ নবেম্বর। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা গেছে, ২০১৫ সালের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৪ শতাংশ নগদ ও ৬ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল। ২০১৪ সালেও কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে এ ক্যাটাগরিতে উন্নীত হয়েছিল। এর আগে কোম্পানিটির সর্বশেষ লভ্যাংশ প্রদান করেছিল ১৯৯৭ সালে। বিডি ওয়েল্ডিং ॥ জ্বালানি খাতের কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০১৬ সালের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোন লভ্যাংশ প্রদানের সুপারিশ করতে পারেনি। অন্যদিকে কোম্পানিটির পরিচালনা পর্ষদ কোম্পানিটির ফ্যাক্টরির জমি বিক্রি করে ব্যাংক ঋণ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির দিনশেষে প্রতিটি শেয়ারের দর কমেছে ১৩.৫৯ শতাংশ। দিনশেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দর দাঁড়িয়েছে ৮.৮০ টাকা।
×