ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দরবৃদ্ধির শীর্ষে স্বল্পমূলধনী কোম্পানি

পুুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

প্রকাশিত: ০৫:৪৭, ২৭ অক্টোবর ২০১৬

পুুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের দুই পুঁজিবাজারে বুধবার মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় ৬৪ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে লেনদেন বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৫৯১ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১৮ কোটি টাকা কম লেনদেন। মঙ্গলবার ডিএসইতে ৬০৯ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ২০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬৫৮ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১১৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৫৭ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো: ডরিন পাওয়ার, কেডিএস এক্সেসরিজ, ফরচুন সুজ, আমান ফিড, তিতাস গ্যাস, লঙ্কা বাংলা ফাইন্যান্স, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক ও মিথুন নিটিং। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : জেএমআই সিরিজ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, মুন্নু স্টাফলারস, স্টাইল ক্রাফট, কেডিএক্স এক্সেসরিজ, গ্রীন ডেল্টা, ডরিন পাওয়ার, দেশ গার্মেন্টস, অগ্রণী ইন্স্যুরেন্স ও ন্যাশনাল হাউজিং। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : অলটেক্স, মিরাকল ইন্ডাস্টিজ, বিডি ওয়েল্ডিং, লঙ্কা বাংলা ফাইন্যান্স, হাক্কানী পাল্প, বিডি অটোকারস, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, বিচ হ্যাচারী, ঝিল বাংলা সুগার ও মেট্রো স্পিনিং। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। দিনটিতে সিএসইতে ৩৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৯১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩০৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো: ন্যাশনাল ব্যাংক, ফরচুন সুজ, বিএসআরএম লিমিটেড, কেডিএস এক্সেসরিজ, জেএমআই সিরিঞ্জ, লঙ্কা বাংলা ফাইন্যান্স, তিতাস গ্যাস, ইউনাইটেড পাওয়ার, অলিম্পিক এক্সেসরিজ ও আইটিসি।
×