ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কলিন পাওয়েল ভোট দেবেন হিলারিকে

প্রকাশিত: ০৫:৪৬, ২৭ অক্টোবর ২০১৬

কলিন পাওয়েল ভোট দেবেন হিলারিকে

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল দেশটির আসন্ন সাধারণ নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্সিয়াল প্রার্থী হিলারি ক্লিনটনকে ভোট দেবেন। রিপাবলিকান পাওয়েল জর্জ ডব্লিউ বুশের সময়ে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। নিউইয়র্ক শহরের বাইরে পেশাদার গ্রুপ ও নাগরিক সংগঠন লং আইল্যান্ড এ্যাসোসিয়েশনের উদ্দেশে পাওয়েল এক ভাষণে বলেছেন, আমি হিলারি ক্লিনটনকে ভোট দেব। পাওয়েল একজন অবসরপ্রাপ্ত চার-তারকা জেনারেল ও জয়েন্ট চিফস অব স্টাফের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি একবার নিজেকে সম্ভাব্য প্রেসিডেন্সিয়াল প্রার্থী হিসেবে বিবেচনা করেছিলেন। রিপাবলিকান প্রার্থী ডোলাল্ড ট্রাম্পের অনভিজ্ঞতা ও নেতিবাচক ভাবমূর্তির কারণে তিনি রিপাবলিকান হয়েও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ভোট দেবেন।-গার্ডিয়ান মিশেল তালাক দেবে... মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, যদি তৃতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে তার নির্বাচনে অংশ নেয়ার সুযোগ থাকত, আর যদি তাতে তিনি অংশ নিতেন তাহলে তার স্ত্রী মিশেল তাকে তালাক দিতেন। সোমবার রাতে এবিসি টেলিভিশনে প্রচারিত ‘জিমি কিমেল’স লাইভ’ শোতে এ কথা বলেছেন তিনি। -হাফিংটন পোস্ট চাহিদা কমছে স্মার্টওয়াচের আগের বছরের তুলনায় এ বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ৫২ শতাংশ কমেছে স্মার্টওয়াচের সরবরাহ। পরিধানযোগ্য ডিভাইস বিশ্লেষণা প্রতিষ্ঠান আইডিসি-এর গবেষণায় এমনটাই উঠে এসেছে। স্মার্টওয়াচের বাজারে এখন পর্যন্ত শীর্ষস্থান এ্যাপলের দখলে থাকলেও ২০১৫ সালের চেয়ে কমেছে এর বিক্রি। আরেক মার্কিন প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান জারমিন অনেকটা জায়গা দখল করেছে এ্যাপল ওয়াচ’র। স্মার্টওয়াচ বিক্রির হার কমে যাওয়ার মূল কারণগুলোর মধ্যে একটি ধারা হচ্ছে গুগলের স্মার্টওয়াচ অপারেটিং সিস্টেম এ্যান্ড্রয়েড ওয়্যার ২.০ আপডেট না করা। -ওয়েবসাইট
×