ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কোয়েটার নিরাপত্তায় কর্তৃপক্ষ ব্যর্থ ॥ নওয়াজ শরীফের উদ্বেগ

আফগানিস্তান থেকে এসেছে জঙ্গীরা

প্রকাশিত: ০৫:৪৪, ২৭ অক্টোবর ২০১৬

আফগানিস্তান থেকে এসেছে জঙ্গীরা

পাকিস্তানের কোয়েটায় পুলিশ একাডেমিতে জঙ্গী হামলার ঘটনায় প্রতিবেশী দেশ আফগানিস্তানের সন্ত্রাসীদের দিকে আঙ্গুল তুলেছে ইসলামাবাদ। সোমবার রাতের হামলায় ৬১ জন নিহত হয়। খবর ডনের। জঙ্গী হামলার পর মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান ও সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় ছুটে যান। এদিন তারা নিহতদের দাফন অনুষ্ঠানে অংশ নেন এবং আহতদের দেখতে হাসপাতালে যান। তারা এই হামলা ও এর পরবর্তী অবস্থা এবং জাতীয় কর্ম পরিকল্পনা (এনএপি) ও কোয়েটাকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিয়ে বৈঠকে আলোচনা করেন। বৈঠকে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সানাউল্লাহ জাহরি এবং স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ আহমেদ বুগতিও উপস্থিত ছিলেন। এতে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। কোয়েটাকে নিরাপদ রাখতে কর্তৃপক্ষের ব্যর্থতায় বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন। বৈঠকে জানানো হয়, পুলিশ প্রশিক্ষণ কলেজে নিরাপত্তাকর্মীরা খুব শীঘ্রই হামলার শিকার হতে পারে- এমন গোয়েন্দা তথ্য আগে থেকে হাতে থাকলেও সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এতে আরও জানানো হয়, হামলাকারীরা আফগানিস্তান থেকে এসেছিল এবং তারা তাদের সেখানকার মদদদাতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করত। পাক প্রধানমন্ত্রী বলেন, এই ইস্যুতে আফগানিস্তানের সঙ্গে আলোচনা করা হবে। নওয়াজ শরীফ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জানতে চান, কোয়েটা সেফ সিটি প্ল্যান তৈরি হওয়ার পর যথেষ্ট সময় পেরিয়ে গেলেও কেন তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। তিনি বলেন, তহবিলের অভাবে এই পরিকল্পনা বাস্তবায়ন থমকে গেছে- এমন তথ্য ফেডারেল সরকারকে আগেভাগে জানালে বেলুচিস্তানকে অতিরিক্ত অর্থ দেয়া হতো। পুলিশ একাডেমিকে সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করতে যে সামরিক ও পুলিশ কর্মকর্তা অভিযান চালান তাদের সঙ্গে সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ সাক্ষাত করেন। তিনি ঘোষণা দেন ক্যাপ্টেন রুহুল্লাহকে তমঘা-ই-জুররত এবং নায়েবে সুবেদার মোহাম্মদ আলীকে তমঘা-ই-বাসালাত উপাধি দেয়া হবে। তারা একজন আত্মঘাতী বোমা হামলাকারীকে নিষ্ক্রিয় এবং অন্যজনকে কোণ্ঠাসা করার পর শহীদ হন। এদিকে, মুখ্যমন্ত্রী জাহরী বেলুচিস্তানের আইজিপিকে এই হামলার ঘটনায় তদন্ত চালাতে এবং ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন। এদিকে, কোয়েটায় পুলিশ একাডেমিতে হামলার দায়িত্ব স্বীকার করেছে, জঙ্গী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। মঙ্গলবার আইএস সংশ্লিষ্ট সংবাদ সংস্থা ‘আমাক’র খবরে বলা হয়, তিন আইএস ‘যোদ্ধা’ প্রথমে মেশিনগান ও গ্রেনেড ব্যবহার করে এবং এরপর ভিড়ের মধ্যে নিজেদের উড়িয়ে দেয়।
×