ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দুবার জন্ম

প্রকাশিত: ০৫:৪৩, ২৭ অক্টোবর ২০১৬

দুবার জন্ম

পুনর্জন্ম নয়, এক জীবনেই দুবার জন্ম হয়েছে তার। না, সে কোন দেব-দেবী বা ঈশ্বরের অবতার নয়। প্রকৃত মানবশিশু। এমন অসম্ভব এক ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের লুইসভিলে। শিশুটির নাম লিনলে হোপ। শিশুটির মা মার্গারেট হকিংস বোয়েমার বলেছেন, প্রতিবছর দুটি জন্মদিন পালন করবেন তার মেয়ের। মার্গারেটের গর্ভাবস্থার ১৬ সপ্তাহ পার হলে নিয়মিত আল্ট্রাসনোগ্রাম করার পর চিকিৎসকরা শিশুটির মেরুদ-ে সমস্যা দেখতে পান। ওই ভ্রƒণে একটি টিউমার ধরা পড়ে। এর আট সপ্তাহ পরে মাতৃগর্ভ থেকে শিশুটিকে অস্থায়ীভাবে বের করা হয় টিউমার অস্ত্রোপচারের জন্য। সার্জনরা মাতৃগর্ভ থেকে ১ দশমিক ৩ পাউন্ড ওজনের শিশুটি বের করেন ২০ মিনিটের জন্য। জীবন-মরণের ঝুঁকি নিয়ে তার অস্ত্রোপচার করেন। এরপর ফের শিশুটিকে তার মায়ের গর্ভে স্থাপন করা হয়। এরপর মার্গারেটকে ৩৬ সপ্তাহ পর্যন্ত পূর্ণ বিশ্রামে রাখা হয়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থভাবেই দ্বিতীয়বারের মতো জন্ম নেয় শিশুটি। জন্মের সময় লিনলে হোপ নামে ওই শিশুর ওজন ছিল সাড়ে পাঁচ পাউন্ড। বর্তমানে সুস্থ’ রয়েছে শিশুটি। -সিএনএন
×