ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বান্দরবান ও রাঙ্গামাটিতে ভূমিকম্প

প্রকাশিত: ০৫:৪৩, ২৭ অক্টোবর ২০১৬

বান্দরবান ও রাঙ্গামাটিতে ভূমিকম্প

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশের বান্দরবান ও রাঙ্গামাটি জেলায় বুধবার দুপুর ১২টা ২৯ মিনিটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। খবর নিজস্ব সংবাদদাতার। জানা গেছে, ভারত-বাংলাদেশ সীমান্তের বান্দরবানের কাছে দুপুরে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৮। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার আগারগাঁওয়ের ভূ-কম্পন পর্যবেক্ষণাগার থেকে ২৫৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বাংলাদেশ-ভারত সীমান্তে বান্দরবানের কাছে। রাঙ্গামাটি ॥ এদিকে রাঙ্গামাটি জেলা ও এর আশপাশের এলাকায় একই সময়ে মৃদু কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪. ৭। এতে জেলায় কোন ধরনের ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের সময় স্কুল কলেজের ছাত্রছাত্রীরা ভয়ে ক্লাস রুম থেকে বের হয়ে পড়ে। গত কয়েক মাসের মধ্যে এখানে কয়েকবার ভূমিকম্প অনুভূত হলো।
×