ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আজ বাগেরহাটের দুই মেগা প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৫:৪২, ২৭ অক্টোবর ২০১৬

আজ বাগেরহাটের দুই মেগা প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের দুই মেগা প্রকল্পের আজ বৃহস্পতিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খননকৃত মংলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ-রুট উন্মুক্ত এবং খাদ্য নিরাপত্তায় নির্মিত মংলা খাদ্য গুদাম ও সাইলোর উদ্বোধন করবেন তিনি। একইসঙ্গে বিআইডব্লিউটিএ’র জন্য কেনা ১১টি ড্রেজারেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ প্রকল্পের উদ্বোধন করবেন। বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস জনকণ্ঠকে এ কথা জানিয়েছেন। নৌ মন্ত্রণালয় জানায়, মংলা-ঘষিয়াখালী নৌ-পথের দূরত্ব ৩১ কিলোমিটার। এর মধ্যে ২৬ কিলোমিটার খনন করা হয়েছে। এ পর্যন্ত ড্রেজার দিয়ে ১৮১ দশমিক ৮০ লাখ ঘনমিটার ড্রেজিং সম্পন্ন করা হয়েছে। ড্রেজিংকৃত অংশে পলি ভরাটের কারণে সংরক্ষণ খননের আওতায় সর্বমোট ৬২ দশমিক ১২ লাখ ঘনমিটার পুনঃখনন করা হয়েছে। বর্তমানে বিআইডব্লিউটিএ’র তিনটি ড্রেজার এবং বেসরকারী প্রতিষ্ঠানের পাঁচটি ড্রেজারসহ আটটি ড্রেজার সংরক্ষণ ড্রেজিং কাজে নিয়োজিত রয়েছে। নৌ-পথটি চালুর ফলে ৮১ কিলোমিটার দূরত্ব কমেছে। এছাড়া মংলা-ঘষিয়াখালী চ্যানেলের রমজানপুর এলাকায় একটি লুপকাট করায় আরও পাঁচ কিলোমিটার দূরত্ব কমে মোট ৮৬ কিলোমিটার দূরত্ব হ্রাস পেয়েছে। ২০১৪-২০১৫ সালে প্রায় ১৮টি ড্রেজার ও ১৫টি এক্সাভেটর দিয়ে এ খনন কাজ শুরু হয়। এদিকে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মংলা বন্দর থেকে ১৭ কি.মি. ভাটিতে জয়মনিরঘোল নামক স্থানে ৪২ একর জমির ওপর ৫০ হাজার টন খাদ্য শস্য ধারণ ক্ষমতাসম্পন্ন সাইলো নির্মাণ কাজ গত ৩০ জুন শেষ হয়েছে। এতে মোট ৫৭৮ কোটি টাকা ব্যয় হয়। আজ প্রধানমন্ত্রী এ প্রকল্পে উদ্বোধন করবেন। মংলা-রামপালের সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক জনকণ্ঠকে জানান, উল্লেখিত প্রকল্পগুলো উদ্বোধনের মধ্যদিয়ে এ অঞ্চলের খাদ্য নিরাপত্তা ও মংলা বন্দর আরও গতিশীল হবে। এ গুলি মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। যা এ সরকার পূরণ করছে। তিনি প্রধানমন্ত্রীকে দক্ষিণাঞ্চলবাসীর পক্ষে অভিন্দন জানান।
×