ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

৪১৪ পা বিশিষ্ট প্রাণীর খোঁজ

প্রকাশিত: ০৫:৩৩, ২৭ অক্টোবর ২০১৬

৪১৪ পা বিশিষ্ট প্রাণীর খোঁজ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ল্যাঞ্জ গিরিগুহায় কেন্নো প্রজাতির একটি নতুন প্রাণীর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। সুতা আকৃতির এই প্রাণীটির ৪১৪টি পা ও ৪টি লিঙ্গ রয়েছে। পুং প্রজাতির এই নতুন প্রাণীটির শারীরিক গঠন দেখে বিস্মিত হয়েছেন গবেষকরা। তারা এখন এই প্রাণীর স্ত্রী প্রজাতি দেখতে কেমন হতে পারে তা নিয়ে গবেষণা করছেন। যুক্তরাষ্ট্রের গুহাবিষয়ক জীববিজ্ঞানী জঁ ক্রেজকা এই সরু কেন্নো জাতীয় প্রাণীটি খুঁজে পেয়েছেন। এটির দৈর্ঘ্য ৮ ইঞ্চি। চোখহীন এই প্রাণীর শরীরের দুই শ’ রোমকূপ রয়েছে। আর গাছের গুঁড়ির ওপর জন্মানো সবুজরঞ্জক পদার্থবিহীন উদ্ভিদ খেয়ে এরা জীবন ধারণ করে। এই প্রাণীবিষয়ক আরও উন্নত গবেষণার জন্য এটি ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ের কেন্নো জাতীয় প্রাণী বিষেশজ্ঞ পল মারেক ও ভার্জিনিয়ার হ্যাম্পডেন সিডনি কলেজের অধ্যাপক উইলিয়াম শেয়ারের কাছে পাঠিয়েছেন। প্রাণীটি পর্যবেক্ষণের পর পল মারেক এক বিবৃতিতে বলেছেন, আমার মনে হচ্ছে আমরা ১৫০ মাইল পথ খুঁজলেও এই জাতীয় দ্বিতীয় প্রাণীর সন্ধান পাব না। তিনি বলেন, কোন একক প্রাণীর এত পা থাকতে পারে তা আমাদের চিন্তার বাইরে। ঠিক অবিকল দ্বিতীয় প্রাণীর খোঁজে গবেষকরা ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ওই পাহাড়ী গুহা অঞ্চলে দীর্ঘদিন অনুসন্ধান চালিয়েছেন। ল্যাঞ্জ গিরিগুহাসহ আশপাশের অন্তত ৬৩টি জায়গায় দীর্ঘদিন ধরে অনুসন্ধান চালিয়েও এ রকম দ্বিতীয় প্রাণীর খোঁজ মেলেনি। তারা ওই অঞ্চলের গাছের পাতা, কাঠের গুঁড়ি ও শিলাখ-ের মধ্যে অনুসন্ধান পরিচালনা করেন। এই প্রাণী নিয়ে গবেষকদের একটি প্রতিবেদন সম্প্রতি জুকিয়েস জার্নালে প্রকাশিত হয়েছে। -লাইভ সায়েন্স
×