ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চুয়াডাঙ্গায় অরিন্দমের প্রতিষ্ঠাবার্ষিকীতে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসব

প্রকাশিত: ০৪:১৮, ২৭ অক্টোবর ২০১৬

চুয়াডাঙ্গায় অরিন্দমের প্রতিষ্ঠাবার্ষিকীতে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসব

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা ॥ ‘ছন্দ তুলুক সংস্কৃতি চর্চা, বিনাশ হবেই সাম্প্রদায়িকতা’ এ সেøাগানে চুয়াডাঙ্গায় অরিন্দমের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে স্থানীয় শিল্পকলা একাডেমি চত্বরে বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসবের উদ্ধোধন করেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। এর আগে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। সন্ধ্যায় শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অরিন্দমের সভাপতি আলা উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সায়মা ইউনুস, পুলিশ সুপার রশীদুল হাসান, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। রাতে অরিন্দম সাংস্কৃতিক সংগঠন দেশাত্ববোধক গান ও ‘অহম তমসায়’ নাটক মঞ্চায়ন করে। সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসবে বিষয় ভিক্তিক আলোচনা, হারানো দিনের গান, লালনগীতি, রবীন্দ্র সঙ্গীত, লোক সঙ্গীত, নৃত্যানুষ্ঠান ও ভারতের পশ্চিমবঙ্গের ২টিসহ ৭টি সংগঠনের নাটক মঞ্চস্থ হবে। নাটক গুলো হলো ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুর ঊজান থিয়েটারের ‘ইতিহাসের কাঠগোড়ায়’, ‘জ্যাম্ব ও একটি চিত্রনাট্য’। মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির ‘জাস্ট ডু ইট’,কুষ্টিয়া বোধন থিয়েটারের ‘চন্দ্রাবতী কথা’, যশোর বিবর্তনের ‘মাত্ব্রিং’, পশ্চিমবঙ্গের সোদপুরের সায়ূধ নাট্য সংস্থার ‘অপরাজিতা’ এবং ঢাকা জেলা শিল্পকলা একাডেমির ‘মুল্লুক’। বরিশালে লোকসঙ্গীতসন্ধ্যা স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বরিশাল নগরীতে লোক সঙ্গীত সন্ধ্যা ও গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বাংলাদেশ গণশিল্পী সংস্থা বরিশাল জেলা কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ জিয়াউল হক। গণশিল্পী সংস্থার সভাপতি শান্তি দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এ্যাডভোকেট এসএম ইকবাল। বক্তব্য রাখেন গণশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ পান্থ। শেষে নাট্য চর্চায় নাট্যজন ও সাংবাদিক মিন্টু বসু এবং গণসঙ্গীতে সংস্কৃতিজন মুকুল দাসকে সম্মাননা প্রদান করা হয়।
×