ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিল্পকলায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ও স্বপ্নকুঁড়ির আয়োজন

প্রকাশিত: ০৪:১৭, ২৭ অক্টোবর ২০১৬

শিল্পকলায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ও স্বপ্নকুঁড়ির আয়োজন

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে রবিবার সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ও স্বপ্নকুঁড়ির যৌথ উদ্যোগে কবি সৈয়দ শামসুল হক স্মরণ ও প্রখ্যাত শিল্পী ও সঙ্গীত পরিচালক শচীন দেব বর্মণ ও কমল দাশগুপ্তের গান নিয়ে বিশেষ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী কর্মকমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক। সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। কবি শামসুর রাহমান ও সৈয়দ শামসুল হক স্মরণে আলোচনায় অংশ নেন কবি বিমল গুহ, ড. তপন বাগচী, কথা শিল্পী মিতালী হোসেন ও ছড়াকার মিয়া মনসফ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক ইয়াছিন মোহাম্মদ। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সঞ্জয় রায়, হাসান মাহমুদ, শাহীন ও মুরাদ প্রমুখ। এর আগে অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার একঝাঁক নৃত্য শিল্পীর দুটো নৃত্য পরিবেশিত হয়। তারপর একে একে ৮জন শিল্পী তাদের পরিবেশনার মধ্য দিয়ে মিলনায়তন ভর্তি দর্শকদের প্রায় দু’ঘণ্টা মোহিত করে রাখে।
×