ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে বাংলা উৎসব

প্রকাশিত: ০৪:১৭, ২৭ অক্টোবর ২০১৬

যুক্তরাষ্ট্রে বাংলা উৎসব

সংস্কৃতি ডেস্ক ॥ ‘আমার সংস্কৃতি, আমার দেশ, প্রিয় বাংলাদেশ’ সেøাগানে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ‘বর্ণমালা শিক্ষাঙ্গন’ আগামী বছর ১৩ ও ১৪ মে দুই দিনব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির মেট্টো ওয়াশিংটনে বাংলা উৎসবের আয়োজন করতে যাচ্ছে। এ লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংস্কৃৃতিক পরিষদের সভাপতি কণ্ঠশিল্প মোঃ আবদুল জব্বার, অতিরিক্ত অর্থ সচিব ও অভিনেতা পীরজাদা শহীদুল হারুন, বাংলা উৎসবের সাংস্কৃতিক ও শিল্পী ব্যবস্থাপনা এডহক কমিটির চেয়ারম্যান এবং স্বদেশ শৈলীর সম্পাদক মৃদুল রহমান, উৎসবের বাংলাদেশ প্রতিনিধি ও সমন্বয়কারী বিশিষ্ট লোক গবেষক সাইমন জাকারিয়া, অভিনেতা সাত্তার, অভিনেত্রী মোমেনা চোধুরী ও উৎসবের মিডিয়া কো-অর্ডিনেটর সাংবাদিক আলী আশরাফ আখন্দ। সংবাদ সম্মেলনে জানানো হয় বাংলা উৎসবে সেমিনার, বইমেলা, প্রামাণ্য চিত্র প্রদর্শনী, মৃৎ, চারু ও কারুশিল্প প্রদর্শনী, বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা, চর্যাগীতি, স্বদেশী বাদ্যযন্ত্র প্রদর্শনী ও পরিবেশনা, ময়মনসিংহ গীতিকা, জারিগান, পালাগান, রবীন্দ্র ও নজরুল জলসা, পঞ্চকবির গানের আসর, নাটক, গীতিনৃত্য এবং তৃণমূল পর্যায়ের লোকজ সংস্কৃতি নিয়ে বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা তুলে ধরা হবে। উৎসবের নানা আয়োজন নর্থ আমেরিকার রেডিয়েন্ট টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। ‘বাংলা উৎসবের উপদেষ্টা বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান এবং মহাপরিচালক ড. শামসুজ্জামান খান। উৎসব সমন্বয়কারী হিসেবে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে আয়োজক কমিটির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন বাংলা একাডেমির সহ-পরিচালক ও গবেষক সাইমন জাকারিয়া। বৃহত্তর ওয়াশিংটনের ‘বর্ণমালা শিক্ষাঙ্গন’ বাঙালী কমিউনিটির নতুন প্রজন্মের ছেলেমেয়েদের বাংলা ভাষা সংস্কৃতির সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত করতে কাজ করে যাচ্ছে। সম্পূর্ণ বিনা বেতনে প্রবাসীদের ছেলেমেয়েরা বাংলা শিক্ষার সুযোগ পাচ্ছে। বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদের সহযোগিতায় গড়ে ওঠা ‘বর্ণমালা শিক্ষাঙ্গন’ ইতোমধ্যে বাংলাদেশ দূতাবাস, কমিউনিটির বিভিন্ন সাংস্কৃতিক কর্মতৎপরতায় বিশেষ ভূমিকা রেখে আসছে বলে জানা গেছে।
×