ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সঞ্জয় দেবনাথ

বৃদ্ধ হলেই বৃদ্ধাশ্রম!

প্রকাশিত: ০৪:১৬, ২৭ অক্টোবর ২০১৬

বৃদ্ধ হলেই বৃদ্ধাশ্রম!

‘আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম’ নচিকেতার বিখ্যাত গান এটি। জীবনের নির্মমতার বাস্তব রূপ। আজকের শিশু সময়ের পরিবর্তনে যৌবন পার হয়ে একসময় বৃদ্ধ অবস্থায় পৌঁছবে, এটাই নিয়ম। শৈশবের সারল্য, কৈশোরের উচ্ছলতা, যৌবনের তেজোদীপ্ততা যেমন বাস্তব, তেমনি বৃদ্ধকালের নড়বড়ে ভাবও বাস্তব। স্বাভাবিকভাবে প্রবীণ বয়সে মানুষ শারীরিকভাবে দুর্বল হয়ে যান। অনেকটাই অসহায়। এ সময় যারা নবীন, তরুণ আছেন তাদের উচিত প্রবীণদের সময় ভাল কাটাতে অবদান রাখা। নানা কারণে অনেক সময় তা হয় না। অবহেলা আর অযতেœ কাটে প্রবীণদের সময়। অনেকের স্থান হয় বৃদ্ধাশ্রমে। পশ্চিমা বিশ্বের আদলে গড়ে ওঠা বৃদ্ধাশ্রম। যদিও বলা হয় উন্নত বিশ্বে প্রবীণরা ভাল থাকেন, কিন্তু কতটুকু ভাল? সারাজীবন যিনি তার ছেলেমেয়েদের মানুষ করার জন্য ব্যয় করলেন, বয়স হয়ে গেলে যদি তার স্থান হয় ওল্ড হোম বা বৃদ্ধাশ্রমে তবে একে কি খুব বেশি ভাল থাকা বলে? অথচ প্রবীণদের প্রয়োজন আনন্দমুখর সময়ে বসবাস করা। কিন্তু তারা তা পান না। এটা খুব বেদনাদায়ক। একটা বিষয় বোঝা দরকার, সবাই একটা সময় প্রবীণ হবে প্রকৃতির স্বাভাবিক নিয়মে। তাই এখন যারা নবীন ও তারুণ্যে আছেন, তাদের উচিত প্রবীণদের সঙ্গে উত্তম ব্যবহার করা। অবহেলা, অযতেœ না রাখা। প্রতিটি ঘর হয়ে উঠুক প্রবীণদের জন্য সুখ ও স্বস্তির আধার। ফটিকছড়ি, চট্টগ্রাম থেকে
×