ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পিন্টু চন্দ্র সরকার

আজকের নবীনই আগামীর প্রবীণ

প্রকাশিত: ০৪:১৫, ২৭ অক্টোবর ২০১৬

আজকের নবীনই আগামীর প্রবীণ

প্রবীণদের প্রতি সম্মানের কথা বলতে গেলে আগে আমাদের বাবা-মায়ের কথাই বলা উচিত। কেননা, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে, বাবা-মায়েরা সন্তানদের কাছে অবহেলিত। বাবা-মা আমাদের শিশুকাল থেকে লালন পালন করে বড় করে তোলে কোন প্রত্যাশা ছাড়াই। অথচ আমরা নিজেদের ভালোটা বুঝতে শিখলেই তাদের অবদানের কথা ভুলে যাই। আসলেই কি বিষয়টা এমন হওয়া উচিত? বাবা-মায়ের শেষ আশ্রয়স্থল কেন বৃদ্ধাশ্রম হবে? তারা কেন বৃদ্ধ বয়সে সমাজের বোঝা হবে! এ তো গেল পারিবারিক ব্যাপার। যদি আমাদের আশপাশের প্রবীণদের কথা বলি, দেখা যাবে সেখানেও করুণ অবস্থা। একটা সময় প্রবীণদের আসতে দেখলে নবীনরা আসন ছেড়ে দাঁড়িয়ে তাদের বসার সুযোগ করে দিত। এখন তা অতীত। কিছু কিছু বখাটে এখন প্রবীণদের থেকে আগুন নিয়ে সিগারেটও জ্বালায়। প্রবীণ কেউ ভাল কোন উপদেশ দিলে, ভাল দুটো কথা বললে নবীনদের কাছে তা বিরক্তিকর মনে হয়। প্রবীণদের সঙ্গে কেউ কেউ বিতর্কেও জড়িয়ে পড়ে। আজ আমরা নবীন, একদিন আমরাও প্রবীণদের তালিকায় নাম লেখাব। তখন আমরা আজ প্রবীণদের সঙ্গে যেমন আচরণ করছি, আমাদের বেলায়ও ঠিক ততটুকুই ফেরত পাব কিনা সেটা বিবেচনায় রাখতে হবে। কান্দিরপাড়, কুমিল্লা থেকে
×