ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভুয়া এএসপি গ্রেফতার

প্রকাশিত: ০০:৩৮, ২৬ অক্টোবর ২০১৬

ভুয়া এএসপি গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ সাগর মিয়া (৪৫) নামে এক ভুয়া এএসপির গ্রেফতার করছে ঢাকা মেট্রো পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার সকাল ৮টার দিকে রাজধানীর গাবতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এএসপি সাগর নামে ভিজিটিং কার্ড, একটি সিল, নকল জাতীয় পরিচয়পত্র ও দুইজন কনস্টেবল পদে চাকরি প্রত্যাশীর বায়োডাটাসহ প্রতারণার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু কাগজপত্র উদ্ধার করা হয়েছে। পিবিআই সূত্র জানায়, গ্রেফতারকৃত সাগর মিয়া নিজেকে সহকারী পুলিশ সুপারের (এএসপি) পরিচয় ব্যবহার করে কনস্টেবল পদে চাকরি দেয়া ও জমিজমা উদ্ধার করে দেয়ার নামে বিভিন্ন লোকজনকে প্রতারিত করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। পিবিআই সূত্র জানায়, গ্রেফতারকৃত সাগরের প্রকৃত নাম মজিবর মুন্সি। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলার মধুখালীর পাইককান্দি গ্রামে। তিনি রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে পুলিশে নিয়োগের নামে প্রতারনা করে আসছিল। পিবিআই ঢাকা মেট্রোর অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মিনা মাহমুদ জানান, গ্রেফতারকৃত সাগর জিজ্ঞাসাবাদে জানায়, অসংখ্য লোকের কাছ থেকে চাকরি দেয়াসহ জমিজমা দখল করে দেয়ার নামে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে। তার বিরুদ্ধে কিছু অভিযোগ পেয়েছি। অধিকতর জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে। ভূয়া এএসপি সাগরের বিরুদ্ধে ফরিদপুরের মধুখালী থানাতেও ওয়ারেন্টসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মিনা মাহমুদ জানান।
×