ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আগে গণতন্ত্র পরে আলোচনা - দুদু

প্রকাশিত: ০০:৩৬, ২৬ অক্টোবর ২০১৬

আগে গণতন্ত্র পরে আলোচনা - দুদু

স্টাফ রিপোর্টার ॥ আগে গণতন্ত্র নিশ্চিত করে পরে সকল দলের সঙ্গে আলোচনা করে দেশের চলমান সংকট নিরসনের দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ভারত বাংলাদেশের গণতন্ত্র হত্যার সহযোগিতা করছে বলেও তিনি অভিযোগ করেন। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ নামক একটি সংগঠন আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। দেশে নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন, সকল দলের অংশগ্রহণে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা না করা গেলে গণতন্ত্র হুমকীর মুখে পড়বে। ক্ষমতাসীনরা জনগণের কাছে এক সময় পরাজিত হবে। সরকার নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা নিশ্চিত না করলে দেশে গণঅভ্যত্থান হবে এবং বিএনপি তাতে নেতৃত্ব দেবে। দুদু বলেন, আমরা প্রত্যাষা করেছিলাম আওয়ামী লীগের কাউন্সিল থেকে গণতন্ত্রের পক্ষে ঘোষণা আসবে। কিন্তু তা আসেনি। তিনি বলেন, ভারত যেমন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করছিল ঠিক একইভাবে গণতন্ত্র হত্যার জন্য সহযোগিতা করছে। তিনি আরও বলেন, কাশ্মীরের বিষয়ে বাংলাদেশ সরকার ভারতের পক্ষ নিয়েছে। কিন্তু দেশের জনগণের কাশ্মীরের সঙ্গে রয়েছে। এ কথা ভারতের মনে রাখা উচিত। আয়োজক সংগঠনের সভাপতি এ কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সহ-সাংগঠনিক আব্দুস সালাম আজাদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন প্রমুখ।
×