ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শান্তিপূর্ণ কাউন্সিল করায় আওয়ামী লীগ নেতাদের অভিনন্দন -এমাজ উদ্দিন

প্রকাশিত: ০০:৩৬, ২৬ অক্টোবর ২০১৬

শান্তিপূর্ণ কাউন্সিল করায় আওয়ামী লীগ নেতাদের অভিনন্দন -এমাজ উদ্দিন

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলকে ব্যয়-বহুল উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ বলেছেন, ব্যয় বহুল হলেও শান্তিপূর্ণ কাউন্সিল করায় আওয়ামী লীগ নেতাদের আমি অভিনন্দন জানাই। এছাড়া আওয়ামী লীগের নেতাদের বলতে চাই, আগামী দিনে অন্যান্য রাজনৈতিক দলের কাউন্সিলের স্থনের জন্যও যেন কোন সমস্যা না হয়। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডেমোক্রেটিক কাউন্সিল নামক একটি সংগঠন আয়োজিত স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। এমাজউদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যে গরমিল রয়েছে। কারণ তিনি বলেছেন বিএনপিকে ক্ষমতায় আসতে দেয়া হবে না। আবার তিনিই বলেছেন, আগামী নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়। একই বিষয়ে তাঁর দেয়া বক্তব্যের মধ্যে গরমিল রয়েছে। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যেকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ৪১ সালে না হলেও ৫১ সালে বাংলাদেশ উন্নত দেশ হবে। তবে উন্নত দেশে যেমন এক ব্যক্তি সরকার প্রধান ও দলীয় প্রধান দুটি প্রধান জায়গায় থাকেন না, আমাদেরও সেই পথ অনুসরণ করতে হবে। গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য সরকার প্রধান একজন এবং দলীয় প্রধান অন্যজনকে বানাতে হবে। গণতান্ত্রিক রাষ্ট্রে সকলকে একই রকম সুযোগ দেয়া প্রয়োজন জানিয়ে তিনি বলেন, দেশে অবাধ-সুষ্ঠু একটি নির্বাচন দিয়ে আন্তর্জাতিক মহলে দেশের সুনাম ফিরিয়ে আনতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেন কোন রকম কারচুপি না হয় সে দিকটা লক্ষ্য রাখতে হবে। সকলের কাছে গ্রহণযোগ্যতা পায় এমন একটি নির্বাচন করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম ফিরিয়ে আনতে হবে।
×