ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্থদের মানববন্ধন

প্রকাশিত: ০০:০৩, ২৬ অক্টোবর ২০১৬

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্থদের মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর ॥ বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ২৫০ মেঃ ওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের লাগোয়া গ্রাম পূর্ব দুধিপুরের নারী পুরুষ ও শিশুরা ‘জীবন বাঁচার জন্য সংগ্রাম কমিটি’র ব্যানারে ৬ দফা দাবিতে আজ বুধবার সকাল ১০ টায় মানব বন্ধন কর্মসূচি পালন করেছে। এতে যোগদেয় প্রকল্প এলাকার ক্ষতিগ্রস্থ লোকজন। মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ারুল হক শিবনগর ইউপির চেয়ারম্যান বিপ্লব চৌধুরীসহ গন্যমান্য গ্রামবাসীরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রের কারনে পূর্ব দুধিপুরসহ পার্শ্ববর্তী গ্রামের মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্থ। পানির জন্য চারিদিকে হাহাকার অবস্থ। তাছাড়া কয়লার ধোওয়া ও ছাই পড়ে জমিতে ফসল কমে গেছে। দেখা দিয়েছে চোখের সমস্যা । শুরুতেই কর্তৃপক্ষরা গ্রামবাসী বেকারদের যোগতা অনুযায়ী বিদ্যুত কেন্দ্রে চাকুরী দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে পরবর্তীতে তা বাস্তবায়ন করা হয়নি । যা দুঃখজনক । তাপবিদ্যুতের ছাই পড়ে জমিতে ফসল কমে গেছে। চোখের পীড়ায় ভূগছে গ্রামের শিশুরা । তাই ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরন , বিনামূল্যে বিদ্যুত ও পানি সরবরাহের দাবী জানানো হয়। এই মানববন্ধন চলে একঘন্টা ধরে।
×