ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেরপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

প্রকাশিত: ০০:০৩, ২৬ অক্টোবর ২০১৬

শেরপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ ‘উন্নত স্যানিটেশন, সুস্থ্য জীবন’এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকালে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র্যা লী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যা লী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ফরিদ আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জামাল হোসেন। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জনস্বাস্থ্য প্রকৌশলীর জেলা কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, সদর উপজেলার উপসহকারী প্রকৌশলী মোঃ নেজামুল হক, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল মোতালেব, নকলা ও নালিতাবাড়ী উপজেলার সহকারী প্রকৌশলী মোঃ মতিউর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী ও স্কুল, কলেজের ছাত্র/ছাত্রীরা উপস্থিত ছিলেন।
×