ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিনেমা নয়, আবার হেলিকপ্টার চাই মাঠে

প্রকাশিত: ২১:০১, ২৬ অক্টোবর ২০১৬

সিনেমা নয়, আবার হেলিকপ্টার চাই মাঠে

অনলাইন ডেস্ক ॥ রাঁচিতে দেওয়ালি কবে তা ঠিক বুঝে উঠতে পারছেন না শহরের বাজি বিক্রেতারা। নিয়ম অনুযায়ী আগামী রবিবার দেওয়ালি হওয়ার কথা কিন্তু মোরাবাদি ময়দানের বাজি বাজারের বাজি বিক্রেতারা জানালেন বাজি কেনা ধুম দেখে মনে হচ্ছে ভারত নিউজিল্যান্ডের খেলার রাতটাতেই দেওয়ালি মানাচ্ছে রাঁচি। বাজি বাজার থেকে এক ব্যাগ আলোর বাজি কিনে রাঁচির হারমু এলাকার একদল যুবক বলেন, ‘‘এখানে টিম ইন্ডিয়া জিতলেই ওয়ান ডে সিরিজ জিতে যাবে। রাঁচিতে ভারত এর আগে ৪ বার ওয়ান ডে খেলেছে। একবার বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হয়েছে। বাকি তিনবার জিতেছে। এটা ধোনির লাকি মাঠ। এবারও হারবে না। তাই ওই রাতেই দিওয়ালি মানাচ্ছি আমরা।’’ দুপুর দেড়টা থেকে ভারতের অনুশীলনে খেলোয়ারদের বডি ল্যাঙ্গোয়েজেও আত্মবিশ্বাস ফুটে উঠেছে। আজ নেটে অনেকক্ষণ ব্যাট করেন ধোনি। পরে ফিল্ডিং প্রাকটিশও করেন। ধোনির দীর্ঘক্ষন নেটে ব্যাট করা দেখে ফের জল্পনা ওঠে তাহলে কী ধোনি কি ঘরের মাঠে ফের আগের দিনের ম্যাচের মতোই ওপরের দিকে নামবেন? বিকেলে প্রেস কনফারেন্সে এসে হার্দিক পাণ্ডিয়া বলেন, ‘‘আগের ম্যাচে ধোনির ওপরের দিকে ব্যাট করতে আসাটা পুরোপুরি ওর নিজের সিদ্ধান্ত ছিল। ধোনি ওপরের দিকে নামলে দলের জন্য তা ভালই হয় সবসময়। দরকার হলে আমি ছয় বা সাতে নেমে ধোনির জায়গাটা পূরণ করার চেষ্টা করব। আমি নিজেকে সেভাবে তৈরি করছি। গত ম্যাচ জিতে আমরা সবাই খুবই আত্মবিশ্বাসী।’’ হার্দিক জানান, কোহালি যখন ব্যাট করেন তখন গোটা টিমের আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়। সকাল ন’টা নাগাদ নিউজিল্যান্ড টিম অনুশীলন করতে আসে মাছে। দুপুরে যখন মাঠে টিম ইন্ডিয়া আসে তখনও কোহালিকে দলের সঙ্গে দেখা যায় নি। পরে বিকেলের দিকেও তিনি আসেননি। ধোনির শহরে জনপ্রিয়তায় কোহালিও যে থাবা বসাচ্ছেন তা বোঝা যায় হোটেলের গেটের সামনে ক্রিকেট প্রেমীদের ভিড়ে। রাঁচি মেন রোডের মেন রোডের একটি পাঁচতারা হোটেলে উঠেছে টিম ইন্ডিয়া। সেই হোটেলের সামনে ভিড় করা একদল যুবক দাড়িয়েছিলেন কোহালির অপেক্ষায়। হাতে ফুলের তোড়া। কোহালি হোটেল থেকে না বেরোনোয় সেই ফুলের তোড়া হোটেলের নিরাপত্তারক্ষীকেই দিয়ে যান তারা। আবার বোকারো থেকে ম্যাচ দেখতে আসা একদল ধোনি ভক্ত হোটেলের সামনে দাঁড়িয়ে বলেন, ‘‘ধোনির বায়োপিক এম এস ধোনি আনটোল্ড স্টোরিতে অনেকবার দেখলাম ধোনির হেলিকপ্টার শট। এবার কাল মাঠে আবার ধোনির হেলিকপ্টার শট লাইভ দেখতে চাই।’’ বিকেল সাড়ে চারটে নাগাদ টিম ইন্ডিয়া অনুশীলন করে হোটেলে ফিরে যায়। হোটেল যখন তারা ঢুকছেন তখন তাদের দেখতে রাঁচি মেন রোডে যানজট হয়ে গিয়েছে। কালকের ম্যাচে ভালই রান উঠবে বলে জানিয়েছেন জেএসসিএ এর কর্তারা। এক কর্মকর্তা জানান, পিচে প্রচুর রান রয়েছে। আউটফিল্ডও খুব ভাল। এবার ভাল বৃষ্টি হওয়ায় আউটফিল্ডে ভাল ঘাস আছে। সেই সঙ্গে গত কয়েকদিন ধরে ভাল রোদ ওঠায় আউটফিল্ড আরও ভাল হয়েছে। তবে রাতে হিম পড়লে আউটফিল্ড একটু স্লো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। কর্মকর্তারা জানান, টিকিট প্রায় সব শেষ। দামি কয়েকটা টিকিট পড়ে আছে মাত্র। রাতে রাঁচিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আসপাশে ঘোরাঘুরি করছে বলে জানালেন রাঁচির আবহাওয়া অফিসের ডিরেক্টর বিকে মণ্ডল। তিনি বলেন, ‘‘রাতের দিকে হিম পড়লেও তা খুব সামান্যই পড়বে। বুধবার আকাশ ঝকঝকে পরিষ্কার থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই বলা যায়। গাঙ্গেয় এলাকায় যে নিম্নচাপ তৈরি হয়েছে তা ঝাড়খণ্ডে আসার সম্ভাবনা খুব কম। যদিও এর কোনও সামান্য প্রভাবও পড়ে তাহলে তা বুধবারের পরে।’’ সূত্র : আনন্দবাজার পত্রিকা
×