ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

'অ্যায় দিল' নিয়ে তোলাবাজি

প্রকাশিত: ১৯:১৮, ২৬ অক্টোবর ২০১৬

'অ্যায় দিল' নিয়ে তোলাবাজি

অনলাইন ডেস্ক॥ 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবিতে পাক অভিনেতাকে ব্যবহারের জন্য প্রযোজক সংস্থাকে ৫ কোটি টাকা ভারতের সেনাকল্যাণ তহবিলে দেওয়ার হুমকি দিয়ে এবার ভারতের কেন্দ্রীয় সরকারেরও নিন্দার মুখে রাজ ঠাকরের দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (MNS)। মঙ্গলবার MNS-এর দাবির সমালোচনা করে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর বলেন, 'নবগঠিত সেনাকল্যাণ তহবিলে দান যে কেউ সব সময় স্বেচ্ছায় করতে পারেন। কাউকে জোর করা ঠিক নয়।' MNS-এর হুমকির নিন্দা শোনা গিয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেঙ্কাইয়া নাইডুর গলাতেও। তাঁর কথায়, 'MNS-এর প্রস্তাবের সঙ্গে আমরা একমত নই। এটা অত্যন্ত ভুল।' গা বাঁচাতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশও তড়িঘড়ি জানিয়ে দেন, অন্য দলের এই প্রস্তাবের সঙ্গে তিনি কোনও ভাবেই যুক্ত নন। করণ জোহর পরিচালিত ছবি 'অ্যায় দিল হ্যায় মুশকিল' মুক্তি পাচ্ছে ২৮ অক্টোবর। ছবিতে পাক অভিনেতা ফাওয়াদ খান রাখা নিয়েই যাবতীয় বিতর্কের সূত্রপাত। রাজ ঠাকরের দল মবারাষ্ট্র নবনির্মাণ সেনা সম্প্রতি 'হুমকি' দিয়ে জানায়, 'অ্যায় দিল' মুক্তি পেতে হলে ৫ কোটি টাকা সেনাকল্যাণ তহবিলে জমা দিতে হবে ছবির প্রযোজক সংস্থাকে। MNS-এর হুমকিতে নিন্দার ঝড় ওঠে নানা মহলে। সেনা অফিসার ও অবসরপ্রাপ্ত সেনা অফিসাররাও তীব্র নিন্দা করে 'দ্য টাইমস অফ ইন্ডিয়া'-কে জানান, সেনা বাহিনীকে ব্যবহার করে রাজনীতির নোংরা খেলা চলছে। সেনাকল্যাণ তহবিলে সকলে স্বেচ্ছায় দান করবেন। এভাবে তোলাবাজি চালানো ঠিক নয়। - এই সময়
×