ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ঝিনাইদহের সেই বখাটে লিটু গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার

প্রকাশিত: ১৮:৩২, ২৬ অক্টোবর ২০১৬

ঝিনাইদহের সেই বখাটে লিটু গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের ৯ম শ্রেণির স্কুলছাত্রী পুজা মজুমদারকে ছুরিকাঘাত করা সেই বখাটেকে লিটুকে ৩টি বোমাসহ গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার ভোররাতে ঝিনাইদহ সদর উপজেলার নৃ-সিংহপুর গ্রামের জনৈক পাতা মিয়ার একটি পরিত্যাক্ত বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। লিটু কুমিল্লার আলতাফ হোসেনের ছেলে। সে ঝিনাইদহ উপশহরপাড়ায় ভগ্নিপতির বাড়িতে থাকতো। ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে বখাটে লিটু নৃসিংহপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে অবস্থান করছে। খবর পেযে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বখাটে লিটু পুলিশকে লক্ষ্য করে ২ টি হাতবোমা ছুড়ে মারে। পুলিশও পাল্টাগুলি ছোঁড়ে। এতে গুলিবিদ্ধ হয় বখাটে লিটু। পরে ঘটনাস্থল থেকে পুলিশ ছুরি ও ৩ টি হাতবোমা উদ্ধার করে। চিকিৎসার জন্য তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, ঝিনাইদহ শহরের উপশহরপাড়ার লিটু নামের এক বখাটে সোমবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের উপশহর পাড়ায় বাড়ির ছাদে উঠে ৯ম শ্রেনীর স্কুল ছাত্রী পুজা মজুমদারকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
×