ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৬ আসামির জামিন বাতিল চাওয়ায় শোকজ

প্রকাশিত: ০৭:৫৫, ২৬ অক্টোবর ২০১৬

৬ আসামির জামিন বাতিল চাওয়ায় শোকজ

কোর্ট রিপোর্টার ॥ পাইপে পড়ে শিশু জিহাদের (৩) মৃত্যুর মামলায় রাষ্ট্রপক্ষ ছয় আসামির জামিন বাতিল চওয়ায় আসামিদের কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. মোঃ আকতারুজ্জামান রাষ্ট্রপক্ষের জামিন বাতিলের একটি আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। আজ বুধবার এ কারণ দর্শানোর জবাব দিতে নির্দেশ দেয়া হয়। মামলাটিতে সাক্ষ্যগ্রহণের জন্য মঙ্গলবার আসামিরাও আদালতে হাজির হন। কোন সাক্ষী না আসায় রাষ্ট্রপক্ষের স্পেশাল পিপি শওকত আলম আসামিদের জামিন বাতিলের আবেদন করেন। আসামিরা হল রেলওয়ের জ্যেষ্ঠ উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এসআর হাউসের মালিক মোঃ শফিকুল ইসলাম ওরফে আব্দুস সালাম, কমলাপুর রেলওয়ের সহকারী প্রকৌশলী মোঃ নাসির উদ্দিন, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার জাফর আহমেদ শাকি, সহকারী প্রকৌশলী (বিদ্যুত) দীপক কুমার ভৌমিক এবং সহকারী প্রকৌশলী-২ মোঃ সাইফুল ইসলাম। ২০১৪ সালের ২৬ ডিসেম্বর শিশু জিহাদ পাইপের মধ্যে পড়ে গেলে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়।
×