ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সাধারণ বিজ্ঞান

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:৩৩, ২৬ অক্টোবর ২০১৬

অষ্টম শ্রেণির পড়াশোনা

১. নিচের কোনটির সহজপাচ্যতার গুণক? ক) মাছ খ) মাংস গ) ডিম ঘ) তেল ২. মহাবিশ্বের যে অংশে পদার্থ বেশি ঘণীভূত হয়েছে তাকে বলে- র. গ্যালাক্সি রর. ছায়াপথ ররর. নক্ষত্রজগৎ নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) র ও ররর ঘ) ররর ৩. অভিকর্ষজ ত্বরণ প্রকাশের প্রতীক কোনটি? ক) ঋ খ) গ গ) ঝ ঘ) ম ৪. কোনটি মূলের মাধ্যমে বংশবিস্তার করে? ক) কচু খ) পোটল গ) ফণিমনসা ঘ) চুপড়ি আলু ৫. বেকিং পাউডার ও সাইট্রিক এসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয়- র. সোডিয়াম সাইট্রেট রর. কার্বন ডাই-অক্সাইড ররর. পানি নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৬. কোন বিজ্ঞানী আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন? ক) হাইগেন খ) রোমার গ) গিলবার্ট ঘ) স্নেল ৭. নিচের কোনটি আলোর প্রতিফলনে বাধা প্রদান করে? ক) কর্নিয়া খ) রেটিনা গ) কোরয়েড ঘ) আইরিস ৮. উদ্ভিদের জীবনচক্রের পর্যায় হলো- র. অঙ্কুরোদগম রর. ফল সৃষ্টি ররর. বাধক্য প্রাপ্তি নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৯. প্রতিসরণের ব্যবহার হয়- র. ক্যামেরায় রর. অণুবীক্ষণযন্ত্রে ররর. চশমায় নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ১০. বিশ্লেষণ বিক্রিয়া নিচের কোনটির সাথে সম্পৃক্ত? ক) সংযোজন খ) সংশ্লেষণ গ) প্রশমন ঘ) বিয়োজন ১১. চলন অঙ্গ হলো- র. সিলিয়া রর. নেফ্রিডিয়া ররর. উপাঙ্গ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১২. বাস্ততন্ত্রে প্রাণহীন সব উপাদান কী নামে পরিচিত? ক) খাদক খ) উৎপাদক গ) অজীব ঘ) জীব ১৩. কোন বৈশিষ্ট্যের কারণে কোন প্রাণীকে একাইনোডার্মাটা পর্বের সদস্য হিসেবে চিহ্নিত করবে? ক) দেহ সমান তিনটি ভাগে বিভক্ত খ) এদের দেহত্বক কাঁটাযুক্ত গ) এদের সিলোম বর্তমান ঘ) এরা সকলেই সামুদিৃক ১৪. উদ্ভিদের দেহে শোষিত পানি বাষ্পাকারে প্রস্বেদনের মাধ্যমে দেহ থেকে কোন প্রক্রিয়ায় বের হয়? ক) অভিস্রবণ খ) ব্যাপন গ) ইমবাইবিশন ঘ) সালোক সংশ্লেষণ ১৫. সৌরজগৎ কোন গ্যালাক্সির অন্তর্গত? ক) ছায়াপথ খ) আলফা সেন্টোরি গ) ল্যাসেট ঘ) এক্সপ্লোরার ১৬. কোনটির ব্যবহারে স্ব-উদ্যোগী হওয়া প্রয়োজন? ক) এয়ার কুলার খ) বৈদ্যুতিক ফ্যান গ) সোলার বিদ্যুৎ ঘ) বন্য পশু নিধনে ১৭. দলম-লের কাজ হলো- র. কীট-পতঙ্গ আকৃষ্ট করা রর. পরাগায়নে সাহায্য করা ররর. ফুলের অন্য অংশকে রক্ষা করা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ১৮. টমেটোতে কোন এসিড থাকে? ক) এসিটিক এসিড খ) অক্সালিক এসিড গ) ম্যালিক এসিড ঘ) সাইট্রিক এসিড ১৯. বাস্তুতন্ত্রের উৎপাদক কোনটি? ক) ছত্রাক খ) ব্যাপকটেরিয়া গ) খাদক ঘ) সবুজ উদ্ভিদ ২০. একটি ক্যামেরায় কয়টি অংশ থাকে? ক) ৫টি খ) ৭টি গ) ৪টি ঘ) ৯টি ২১. কোন ক্ষেত্রে অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়? ক) টেলিকমিউনিকেশন্স খ) এগ্রিকালচার গ) ফিশারিজ ঘ) খেলাধুলা ২২. অস্পষ্ট লেখা স্পষ্ট ও বড় দেখার জন্য উত্তল লেন্সের ফোকাস দূরত্ব কত হবে? ক) স্বল্প খ) বেশি গ) অত্যন্ত বেশি ঘ) কেন্দ্রের সমান ২৩. আলোক রশ্মিকে বহনের কাজে নিচের কোনটি ব্যবহৃত হয়? ক) পেরিস্কোপ খ) দূরবীক্ষণ যন্ত্র গ) অণুবীক্ষণ যন্ত্র ঘ) অপটিক্যাল ফাইবার ২৪. নেমাটোডা পর্বের মুক্তজীবী প্রাণীরা কোথায় বাস করে? ক) পানিতে খ) রক্তে গ) অন্ত্রে ঘ) আকাশে ২৫. পানিতে নিমজ্জিত উদ্ভিদ কী দ্বারা পানি শোষণ করে? ক) কান্ড খ) পাতা গ) মূল ঘ) সারা দেহ ২৬. ভূ-পৃষ্ঠের কোথায় ম-এর মান সবচেয়ে কম? ক) মেরু অঞ্চলে খ) বিষুবীয় অঞ্চলে গ) ক্রান্তিয় অঞ্চলে ঘ) ৪৫০ অক্ষাংশে ২৭. সন্ধিপদী প্রাণীদের কোনো কোনো সদস্য- র. ডানার সাহায্যে উড়তে পারে রর. ফসলের ক্ষতি করে ররর. বহিঃ অন্তপরজীবী হিসেবে বাস করে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৮. মূত্রের মাধ্যমে কোন ধরনের বর্জ্য পদার্থ বের হয়? ক) কার্বন ডাইঅক্সাইড ঘটিত খ) নাইট্রোজেন ঘটিত গ) লৌহ ঘটিত ঘ) ইউরিয়া ঘটিত ২৯. শিখাকোষের কাজ কী? ক) শ্বসন খ) পরিপাক গ) রেচন ঘ) শিকার ধরা
×