ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইতিহাস প্রথম পত্র

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:৩২, ২৬ অক্টোবর ২০১৬

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ১৮. তমদ্দুন মজলিশের অন্যতম লক্ষ্য ছিল- র. রাষ্ট্রভাষা বাংলা করা রর. বাংলার সংস্কৃতি রক্ষা করা ররর. বাংলার ঐতিহ্য সংরক্ষণ করা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৯. মুক্তিযুদ্ধের সময় ভারতের অংশগ্রহণে বাংলাদেশের উপকারী দিক হলো- র. বাঙালী শরণার্থীদের আশ্রয় ও সহায়তা রর. মুক্তিসেনাদের ট্রেনিং ররর. মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বজনমত তৈরি নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ২০. শহীদুল্লাহ হলের পূর্ব নাম কি? ক) আল্লাম ইকবাল হল খ) জমির উদ্দীন হল গ) ঢাকা হল ঘ) শহীদ বরকত হল ২১. উঙ্গ-মহীশুর যুদ্ধের পর টিপুর রাজ্য কয়টি ভাগে বিভক্ত হয়? ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি ২২. পূর্ব বাংলার পরিবর্তন করে পূর্ব পাকিস্তান রাখা হয় কত সালে? ক) ১৯৪৯ খ) ১৯৫১ গ) ১৯৫৩ ঘ) ১৯৫৫ ২৩. লর্ড রিপন কোথায় জন্মগ্রহণ করেন? ক) লন্ডনে খ) ফ্রোন্সে গ) রাশিয়ায় ঘ) চীনে ২৪. বঙ্গভঙ্গ কেন করা হয়? ক) শাসন সুবিধা খ) হিন্দু-মুসলিম বিভেদ তৈরি গ) আর্থিক উন্নতি ঘ) মুসলমানদের উন্নতি ২৫. ভাষাশহীদ রফিক কীভাবে মারা যান? ক) মাথায় গুলি লেগে খ) বুকে গুলি লেগে গ) পুলিশের নির্যাতনে ঘ) বোমার আঘাতে ২৬. ওয়েলেসলি কীভাবে অধীনতামুল মিত্রতা নীতি বাস্তবায়ন করেন? ক) ওলন্দাজদের তাড়িয়ে খ) টিপু সুলতানকে তাড়িয়ে গ) ফরাসিদের তাড়িয়ে ঘ) যুদ্ধ করে ২৭. ধ্বংসের পরে দ্বিতীয়বারের মতো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় প্রতিষ্ঠিত হয়? ক) নয়াদিল্লী খ) চট্টগ্রাম গ) কলকাতা ঘ) ঢাকা ২৮. পাকিস্তান গঠিত হয় যেভাবে- র. পূর্বে বাংলা ও পাঞ্জাব নিয়ে রর. উত্তর-পশ্চিম সীমান্ত নিয়ে ররর. বেলুচিস্তান নিয়ে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ২৯. তাজউদ্দীন আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোন বিষয়ে ডিগ্রী লাভ করেন? ক) আইন শাস্ত্রে খ) বাংলায় গ) রাষ্ট্র বিজ্ঞানে ঘ) অর্থনীতিতে ৩০. যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল কোনটি? ক) নৌকা খ) হাতি গ) লাঙল ঘ) গোড়া ৩১. মুক্তিযুদ্ধের সময় ১ নং সেক্টরের অধীনে ছিল কোনটি? ক) ঢাকা খ) রংপুর গ) সিলেট ঘ) চট্টগ্রাম ৩২. কে লাহোর প্রস্তাবের তীব্র নিন্দা করেন? ক) জওহর লাল নেহেরু“খ) মহাত্মা গান্ধী গ) এ. কে ফজলুল হক ঘ) মুহম্মদ আলী জিন্নাহ ৩৩. মহাত্মা গান্ধী কত সালে অসহযোগ আন্দোলনের ডাক দেন? ক) ১৯১১ খ) ১৯১৪ গ) ১৯১৮ ঘ) ১৯৪৯ ৩৪. সাইমন কমিশনের সদস্য কতজন? ক) ৪ জন খ) ৫ জন গ) ৬ জন ঘ) ৮ জন ৩৫. টিপু সুলতানের বাড়ি কোথায়? ক) পাকিস্তানে খ) আফগানিস্তানে গ) ভারতে ঘ) অস্ট্রেলিয়ায় ৩৬. ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী আক্রমণ করে- র. রাজারবাগ পুলিশ ক্যাম্প রর. পিলখানা ইপিআর ক্যাম্প ররর. ঢাকা বিশ্ববিদ্যালয় নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৩৭. রাষ্ট্রপতি ভবনে মুজিব-ইয়াহিয়া আলোচনা হয় কত দিন ধরে? ক) ৫ দিন খ) ১০ দিন গ) ১৫ দিন ঘ) ২০ দিন ৩৮. মুজিবনগর কোথায় অবস্থিত? ক) ঝিনাইদহ খ) সাতক্ষীরা গ) চুয়াডাঙ্গা ঘ) মেহেরপুর ৩৯. ওয়াহাবি শব্দের অর্থ কি? ক) অবশ্য কর্তব্য খ) আন্দোলন গ) ফরজ পালন ঘ) নবজাগরণ ৪০. ভারত কবে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে? ক) ১৯৭১ সালের ৩ ডিসেম্বর খ) ১৯৭১ সালের ৬ ডিসেম্বর গ) ১৯৭১ সালের ৯ ডিসেম্বর ঘ) ১৯৭১ সালের ১২ ডিসেম্বর ৪১. জিন্নাহ চৌদ্দ দফা কত সালে পেশ করেন? ক) ১৯২৮ খ) ১৯২৯ গ) ১৯৩০ ঘ) ১৯২১ ৪২. ঠবৎহধপঁষধৎ চৎবংং অপঃ পাস করেন কে? ক) লর্ড রিপন খ) লর্ড ডালহৌসি গ) লর্ড লিটন ঘ) লর্ড কার্জন ৪৩.‘টঘঐঈজ’ এর সদর দফতর কোথায়? ক) নিইউয়র্ক খ) বার্ন গ) লন্ডন ঘ) জেনেভা ৪৪. মুক্তিযুদ্ধের ৮ নং সেক্টরের অধীনে ছিল- র. কুষ্টিয়া রর. যশোর ররর. বাগেরহাট নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪৫. কার সময়ে বঙ্গভঙ্গ করা হয়? ক) লর্ড ক্লাইভ খ) লর্ড কার্জন গ) লর্ডহার্ডিঞ্জ ঘ) ওয়ারেন হেস্টিংস
×