ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাচিতে ভারত-নিউজিল্যান্ড চতুর্থ ওয়ানডে

আজই সিরিজ নিশ্চিত করতে চান অধিনায়ক ধোনি

প্রকাশিত: ০৬:৩০, ২৬ অক্টোবর ২০১৬

আজই সিরিজ নিশ্চিত করতে চান অধিনায়ক ধোনি

স্পোর্টস রিপোর্টার ॥ রাচিতে ভারত-নিউজিল্যান্ড চতুর্থ ওয়ানডে আজ। ধর্মশালায় ৬ উইকেটের জয়ে এগিয়ে যায় স্বাগতিক ভারত, দিল্লীতে ৬ রানের নাটকীয় জয়ে সমতা ফেরায় সফরকারী কিউইরা। বিরাট কোহলির দুরন্ত সেঞ্চুরির (১৫৪*) সৌজন্যে মোহালির তৃতীয় ওয়ানডে (৭ উইকেটে) জিতে ২-১এ এগিয়ে ভারত। আজও সেই ধারা অব্যাহত রেখে একম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে চাইছেন রঙিন পোশাকের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আগের ম্যাচে ওপরে ব্যাটিং করে যিনি ৮০ রানের চমৎকার এক ইনিংস উপহার দিয়েছেন। যথারীতি অসুস্থতার জন্য বাকি ম্যাচগুলোতেও খেলতে পারছেন না সুরেশ রায়না। বাকি দল অপরিবর্তিত। অন্যদিকে টেস্ট সিরিজে ‘৩-০’তে ‘হোয়াইটওয়াশ’ হওয়ার পর দ্বিতীয় ওয়ানডেতে পাওয়া একমাত্র জয়টিকেই ঘুরে দাঁড়ানোর মন্ত্র হিসেবে দেখছেন কিউই সেনাপতি কেন উইলিয়ামসন। আগের ম্যাচে নিউজিল্যান্ডের ছুড়ে দেয়া ২৮৬ রানকে মামুলি বানিয়ে ফেলেন কোহলি-ধোনি। এদিন টু-ডাউনে নেমে ৯১ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৮০ রানের অনবদ্য ইনিংস উপহার দেন ‘ক্যাপ্টেন কুল’। মূলত ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য একটি ‘পারফক্টে’ দল তৈরি করতে চাইছে ভারত। রবিচন্দ্রন অশ্বিন, শিখর ধাওয়ান, রবিন্দ্র জাদেজা, মোহাম্মদ শামিদের বিশ্রামে রেখে তরুণদের সুযোগ করে দেয়া হয়েছে। ওপরে উঠে এসে ধোনি মূলত যোগ্য ফিনিশার খুঁজে বের করতে চাইছেন। ‘ফিনিশার একদিনে তৈরি হয় না। সুযোগ দিতে হয়। তৈরি করতে হয়। এবার সেটাই দিতে চাই।’ বলেন ধোনি। বিশ্বকাপ জয়ী অধিনায়কের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ব্যাটিং কোচ সঞ্চয় বাঙ্গার বলেন, ‘এই সিরিজে ধোনিকে আমার খুব পজেটিভ মনে হচ্ছে। এমনিতে ও স্বাধীনভাবে ব্যাট করে, ওপরে উঠে সেটা আরও বেশি করে করছে। আমাদের দলে এতসব ভাল ব্যাটসম্যান যে এতদিনও সেটা পায়নি। আর পেয়েই প্রমাণ করল একাই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে।’ সবাই জানেন, ধোনির ব্যাটিংয়ে নিজস্ব কিছু স্টাইল আছে। বেশি ওভার খেলার সুযোগ পেলে সেটি আরও কাজে লাগান সম্ভব। ‘মোহালিতে ধোনিকে দেখে ভাল লাগল। ওর প্রিয় শটগুলো এখনও ঠা-া ঘরে পাঠিয়ে দেয়নি।’ যোগ করেন বাঙ্গার। এদিন দারুণ দুটি রেকর্ডও গড়েছেন ধোনি। বিশ্বের মাত্র তৃতীয় উইকেটরক্ষক হিসেবে ওয়ানডেতে ৯০০০ রানের ল্যান্ডমার্ক অতিক্রম করেছেন। ভারতের হয়ে ৫০ ওভারের ক্রিকেটে তারচেয়ে বেশি রান আছে কেবল শচীন টেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড় ও মোহাম্মদ আজহারউদ্দীনের। ৩টি ছক্কা হাঁকিয়ে পাশাপাশি ভারতীয় ব্যাটসম্যানেদর মধ্যে সর্বোচ্চ ছক্কার মালিকও বনে গেছেন ‘ক্যাপ্টেন কুল’। ২৮১ ওয়ানডেতে ধোনির মোট ছক্কা এখন ১৯৬টি। ৪৬৩ ম্যাচে ১৯৫ ছক্কায় এতদিন ওপরে ছিলেন শচীন। যদিও ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ ওয়ানডে ছক্কার রেকর্ডটি শহীদ আফ্রিদির, ৩৯৮ ম্যাচে পাকিস্তানী তারকার ছক্কা ৩৫১টি! ১৩৪ বলে ১৬ চার ও ১ ছক্কায় ম্যাচজয়ী কোহলির কথা বিশেষভাবে উল্লেখ্য। ওয়ানডেতে এটি তার ২৬তম সেঞ্চুরি। সর্বোপরি সেঞ্চুরির তালিকায় কোহলির ওপরে আছেন মাত্র তিনজনÑ শচীন (৪৯), রিকি পন্টিং (৩০) ও সনাথ জয়সুরিয়া (২৮)। রান তাড়া করতে নেমে কোহলির ব্যাটিং রেকর্ড অবিশ্বাস্য। ৯০.১০ গড়ে ১৪ সেঞ্চুরি ও ১৫ ফিফটিতে ৩৫৪১! কোহলি কেন ‘চেজ মাস্টার’? এটি তারই প্রমাণ।
×