ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মোসাদ্দেক হোসেন সৈকত

‘লম্বা সময় ব্যাটিংয়ে থাকার চেষ্টা করব’

প্রকাশিত: ০৬:২৯, ২৬ অক্টোবর ২০১৬

‘লম্বা সময় ব্যাটিংয়ে থাকার চেষ্টা করব’

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ানডেতে তিনি পরীক্ষিত হয়ে গেছেন। এবার ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলেও আছেন। এখন একাদশে সুযোগ পেলে টেস্টেও নিজেকে প্রমাণ করতে হবে। পারবেন মোসাদ্দেক হোসেন সৈকত তা করতে? টেস্টে যেটি সবচেয়ে বেশি জরুরী, লম্বা সময় ধরে ব্যাটিং করা; সৈকত তাই করতে চান। তাহলে যে রান এমনিতেই চলে আসবে। সৈকত তাই নিজের লক্ষ্যের কথা জানাতে গিয়ে বলেছেন, ‘লম্বা সময় ধরে ব্যাটিং করার চেষ্টা করব।’ এখন দেখা যাক, একাদশে থাকার সুযোগ মিলে কিনা। মোসাদ্দেক শুধু নির্ধারিত ওভারে নন, ঘরোয়া লীগে দীর্ঘ পরিসরের ক্রিকেটেও পরীক্ষিত ক্রিকেটার। ডাবল শতকের ছড়াছড়ি। সেই সৈকত নির্ধারিত ওভার খেলে ফেলেছেন। কিন্তু তার এখনও দীর্ঘ পরিসরে অভিষেকই হলো না! সৈকত মনে করেছিলেন, তা অভিষেকটা টেস্ট দিয়েই হবে। কিন্তু হলো টি২০ দিয়ে। নিজেই বলেছেন, ‘গত বছর যখন জাতীয় লীগ শেষ করেছি তখন ভেবেছিলাম আমার টেস্ট অভিষেকটাই সবার আগে হবে। তবে অভিষেক হয়েছে টি২০ দিয়ে, এরপর আমি চাচ্ছিলাম আমার অভিষেকটা যেন ওয়ানডে দিয়ে হয়, সেটা হয়েছে। এখন টেস্ট অভিষেক হবে কিনা জানি না তবে স্কোয়াডে আছি। এখন দেখা যাক ম্যানেজমেন্ট কি ভাবছে।’ তবে সৈকত কিন্তু ওয়ানডে ক্রিকেটটাই বেশি পছন্দ করেন। এ নিয়ে বলেছেন, ‘আমি সবচেয়ে বেশি পছন্দ করি ওয়ানডে ক্রিকেট। এরপর লঙ্গার ভার্সন। লঙ্গার ভার্সনে খেলতে সময়টা একটু বেশি পাওয়া যায় ব্যাটসম্যান হিসেবে। সেট হওয়া যায় তারপর রান করা যায়। এ সুযোগটা বেশি থাকে লঙ্গার ভার্সনে। আমি এ জায়গাটা অনেক বেশি উপভোগ করি।’ নিচের সারিতে ব্যাটিং করতেও সৈকতের কোন সমস্যা নেই বলে জানিয়েছেন, ‘আসলে গত প্রিমিয়ার লীগ খেলার পর আমি নিজেকে মানিয়ে নিছি জাতীয় দলে খেললে আমাকে নিচে ব্যাটিং করতে হবে। আমি একদম প্রস্তুত। আমি যে কোন পজিশনে ব্যাটিং করার জন্য প্রস্তুত আছি। সেটা উপরে হোক, কি নিচে হোক। আমি এসব নিয়ে ভাবছি না। আমার ব্যাটিংয়ে মনোনিবেশ করছি।’ লক্ষ্য অবশ্য তার বড় কিছু নয়। শুধু নিজের খেলাটা খেলে যেতে চান, ‘তেমন বড় কিছু লক্ষ্য নেই, লক্ষ্য নিজের খেলাটা খেলা। এটা টেস্ট খেলা বলতে পারব না ম্যাচ জিতিয়ে দিব বা এমন কিছু। এখানে আমি চেষ্টা করব আমি যেমন ব্যাটিং করি তেমন করা, লম্বা সময় ধরে ব্যাটিং করার চেষ্টা করব যদি সাথে পার্টনাররা থাকে বা পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করব।’ উইকেটে সেট হয়ে গেলে কোন বোলারই সৈকতের কাছে কোন ব্যাপার নয় বলেই ইঙ্গিত করেছেন, ‘আসলে বোলার যেই হোক না কেন, একজন ব্যাটসম্যান যদি উইকেটে সেট হয়ে যায় তাহলে কে লম্বা বোলার, কে ভাল বোলার সেটা ম্যাটার করে না। আমি মনে করি আমি যদি উইকেটে সেট হতে পারি, স্বাভাবিক খেলাটা খেলতে পারি, আমি যেমন খেলে আসছি তেমন কিছু একটা হবে। আমি যেটা মনে করি ব্যাটিং স্টাইল, স্ট্রাইক রেট চিন্তা করতে গেলে সাব্বির আর আমার মোটামুটি একরকমই। এর আগে জাতীয় লীগে ভাল খেলেছি, চতুর্থদিনে কিভাবে খেলতে হয় মোটামুটি ধারণা আছে একটা। ও যদি কম চারদিনের ম্যাচ খেলে এতো ভাল খেলতে পারে আমি মনে করি আমি কেন পারব না।’ সৈকত ফলো করেন বিরাট কোহলিকে। তবে সেটি নির্ধারিত ওভারে। টেস্টে হাশিম আমলার ব্যাটিংটা তার মনে ধরে, ‘আমি টেস্ট, ওয়ানডে আলাদা আলাদা করে কেউকে ফলো করি না তবে বিরাট কোহলিকে ফলো করি। আর টেস্ট ক্রিকেট যখনই হয় তখন আমি হাসিম আমলার ব্যাটিংটা দেখার চেষ্টা করি।’
×