ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

সবার জন্য সব সময় পাশে থাকবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

প্রকাশিত: ০৬:২০, ২৬ অক্টোবর ২০১৬

সবার জন্য সব সময় পাশে থাকবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার ব্যাংকটির প্রধান কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সূচনা করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী। সংক্ষিপ্ত বক্তব্যে সৈয়দ ওয়াসেক মোঃ আলী ব্যাংকের সম্মানিত গ্রাহক, বাংলাদেশ ব্যাংক, শেয়ার হোল্ডার, বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জসহ সব শুভানুধ্যায়ীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এ সময় অন্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলী ও সৈয়দ হাবিব হাসনাত, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোস্তফা খায়ের, সব বিভাগীয় প্রধান এবং উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিজ্ঞতা ও মেধার মেলবন্ধনে সবার জন্য সব সময় পাশে থাকার ব্রত নিয়ে প্রতিষ্ঠার পর থেকে ব্যাংক কাজ করে যাচ্ছে। বর্তমানে দেশব্যাপী ব্যাংকের ১৫৫টি শাখা, ১২২টি নিজস্ব এটিএম বুথ রয়েছে। এছাড়াও ব্যাংক অনলাইন ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, স্কুল ব্যাংকিংসহ অন্যান্য ব্যাংকিং সুবিধা প্রদান করছে। ওয়ালটন কারখানা পরিদর্শন করেছেন ৩ দেশের মন্ত্রী অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশী তৈরি ওয়ালটন পণ্য উচ্চমানের। দামের দিক থেকেও তুলনামূলক সাশ্রয়ী। বিশেষ করে মান নিয়ন্ত্রণ প্রক্রিয়া এবং উৎপাদনের বিভিন্ন পর্যায় দেখে আমরা সন্তুষ্ট। আশা করছি ওয়ালটন উত্তরোত্তর আরও ভাল করবে। কথাগুলো বলেছেন সৌদি আরবের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক উপমন্ত্রী ড. খালেদ এফ আল ওতাইবি। তিনি সম্প্রতি গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা কমপ্লেক্স পরিদর্শন শেষে একথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন লাতিন আমেরিকার দেশ সুরিনামের পরিবহন, যোগাযোগ এবং পর্যটনমন্ত্রী আন্দোজো রুসল্যান্ড এবং মালদ্বীপের অর্থ ও ট্রেজারি প্রতিমন্ত্রী মোহামেদ আশমালী। ওই তিন অতিথির সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট দেশের উর্ধতন সরকারী কর্মকর্তারা।
×