ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হোন্দাই কোম্পানির সলাইট ব্যাটারির বিপণন কার্যক্রম উদ্বোধন

প্রকাশিত: ০৬:১৯, ২৬ অক্টোবর ২০১৬

হোন্দাই কোম্পানির সলাইট ব্যাটারির বিপণন কার্যক্রম উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ দেশ উন্নত হচ্ছে, উন্নত প্রযুক্তি ব্যবহার হচ্ছে। একই সঙ্গে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ‘ডিজিটাল বাংলাদেশ’ এখন বাস্তব ও প্রমাণিত। প্রযুক্তির ব্যবহার করে দেশের নানা প্রান্তের খবরা-খবর পাওয়া যাচ্ছে এই ডিজিটাল হওয়ার কারণে এমনটাই জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। মন্ত্রী মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত হোন্দাই কোম্পানির সলাইট ব্যাটারির বিপণন ও ডিস্ট্রিবিউশন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশে আমদানি করা নতুন এই সলাইট ব্যাটারির বৈশিষ্ট্য তুলে ধরে মন্ত্রী বলেন, যেহেতু ব্যাটারিতে পানি ও এসিড থাকবে না তাই এটি নিরাপদ হবে বলেই মনে করছি। অনেক সময় দেখা যায় গাড়ি রাস্তায় বন্ধ হয়ে যায় এতে সবারই কষ্ট হয়। এর জন্য গাড়িতে ভাল ব্যাটারি প্রয়োজন। কোরিয়ায় প্রস্তুতকৃত এই ব্যাটারি বাংলাদেশে নিয়ে আসছে ডিজিটাল বাংলা পাওয়ারটেক লি.। এই ব্যাটারির চার বছরের গ্যারান্টিও দিচ্ছে তারা যেখানে বর্তমান বাজারে অন্যান্য ব্যাটারির ১৮ মাস গ্যারান্টি দেয়া হয়। বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের মহাসচিব ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ওসমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন জেলা ও বিভাগ থেকে আগত বিভিন্ন পরিবহন ও শ্রমিক সংগঠনের নেতারা ডিলারশিপ নিয়ে নানা বিষয়ে বক্তব্য রাখেন। এর আগে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক খোরশেদ আলম পাওয়ার পয়েন্টের মাধ্যমে এই নতুন ব্যাটারির নানা সুবিধা উপস্থাপন করেন। খোরশেদ আলম তার বক্তব্যে বলেন, ব্যাটারি ও ইজিবাইক দিয়ে কেবল যাত্রা শুরু করছি। আমাদের বড় প্রকল্প আছে যেটা কৃষকের জন্য ২০১৭ সালের জানুয়ারিতে চালু করতে পারব। কৃষকের জন্য যে জেনারেটর আনা হবে তা দিয়ে ডিপ টিউবওয়েল চলবে। কোরিয়ান এই ব্যাটারিগুলো বেশ সুনাম কুড়াবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আফগানিস্তানে আফিম উৎপাদন ৪৩ শতাংশ বেড়েছে আফগানিস্তানে আফিম উৎপাদন ৪৩ শতাংশ বেড়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা। আগের তুলনায় ১০ শতাংশ বেশি জায়গাজুড়ে পপি ফুল চাষ হওয়া এর প্রধান কারণ বলে জানায় সংস্থাটি। প্রতিবেদনে জানা যায়, বর্তমানে দেশটির ২ লাখ ১ হাজার হেক্টর জুড়ে পপির চাষ হচ্ছে। এই পপি থেকে তৈরি হয় আফিম যা হেরোইন, মরফিনের মতো ক্ষতিকর মাদক তৈরিতে ব্যবহার হয়। আফগানিস্তানের আইনে পপি চাষ দ-নীয় অপরাধ হলেও আজও দেশটির প্রধান অর্থকরি ফসল পপি। -অর্থনৈতিক রিপোর্টার ভারত থেকে পাকিস্তানে তুলা আমদানি হ্রাস পাকিস্তানের টেক্সটাইল খাতে সঙ্কটজনক পরিস্থিতি বিরাজ করছে। ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে চলমান অস্থিরতা নিয়ে ভারত-পাকিস্তান সম্পর্কের আরও অবনতি হয়েছে। এ অবস্থায় জাতীয় সংহতির প্রতি একাত্মতা প্রকাশ করতে ভারতীয় তুলা ক্রয় কমিয়েছেন কিছু আমদানিকারক। এর প্রভাব পড়েছে ৮২ কোটি ২০ লাখ ডলারের তুলা শিল্পে। ভারত-পাকিস্তান সীমান্তের ব্যবসায়ীদের মধ্যে ভবিষ্যতে সম্পর্কের উন্নয়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তুলা ক্রয়ের জন্য নতুন কোন চুক্তি হচ্ছে না। পাকিস্তানের কটন কমিশনার খালিদ আবদুল্লাহ বলেন, বর্তমানে তুলা বাণিজ্য কার্যক্রমে দুর্বল অবস্থা বিরাজ করছে। সরকার আমদানিকারকদের ভারত থেকে তুলা ক্রয় থেকে বিরত থাকার কোন নির্দেশ দেয়নি। এরপরও জাতীয় সংহতির প্রতি সম্মতি জানাতে অনেকে ভারত থেকে তুলা আমদানি করছেন না। -অর্থনৈতিক রিপোর্টার
×