ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আমদানি-রফতানিতে শুল্ক আদায় বেড়েছে

প্রকাশিত: ০৬:১৯, ২৬ অক্টোবর ২০১৬

আমদানি-রফতানিতে শুল্ক আদায় বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি ২০১৬-২০১৭ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) শুল্কে ৮০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অর্থবছরের জুলাই ও আগস্ট মাসে এনবিআর আমদানি-রফতানি শুল্ক বাবদ ৭ হাজার ৬৮২ কোটি ২ লাখ টাকা রাজস্ব আদায় করেছে। যেখানে ওই দুই মাসে এই খাতে লক্ষ্যমাত্রা ছিল ৭ হাজার ৬০২ কোটি টাকা। অর্থাৎ প্রথম দুই মাসে শুল্কবাবদ অতিরিক্ত ৮০ কোটি ২ লাখ টাকার রাজস্ব আদায় করতে সক্ষম হয়েছে এনবিআর। এ বিষয়ে এনবিআরের এক উর্ধতন কর্মকর্তা বলেন, চলতি অর্থবছরের বাজেটে অন্তত ২০০ পণ্যে ট্যারিফ মূল্যের ন্যূনতম সীমা বেঁধে দেয়া ও আমদানি শুল্ক বৃদ্ধির কারণে শুল্ক আদায়ে এ সাফল্য এসেছে। এর আগে মিথ্যা ঘোষণা দিয়ে কম মূল্যে পণ্য আমদানি করে শুল্ক ফাঁকির সুযোগ ছিল। বাজেটে ওই উদ্যোগ নেয়ার কারণে অন্তত হাজার কোটি টাকা অতিরিক্ত শুল্ক আদায় বেড়েছে। এ ছাড়া বেড়েছে পণ্য আমদানির পরিমাণ। চলতি অর্থবছরের বাজেটে রাজস্ব আহরণ বৃদ্ধি এবং দেশী শিল্পের স্বার্থ রক্ষার্থে ৭০টি এইচএস কোডের ওপর আমদানি শুল্ক বাড়ানো হয়। একই সঙ্গে ১২টি এইচএস কোডে সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে। আমদানি শুল্ক এবং সম্পূরক শুল্ক বৃদ্ধির ফলে ২ শতাধিক পণ্যের দাম বৃদ্ধি পায়। শুল্ক সø্যাব পাঁচ স্তর থেকে বাড়িয়ে করা হয় ছয় স্তর। দেশের বাজারে সিম্ফনির নতুন চমক ‘ঝুসঢ়যড়হু র৫০’ বাংলাদেশের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড সিম্ফনি দেশের বাজারে নিয়ে এলো নতুন চমক ‘ঝুসঢ়যড়হু র৫০’। এই স্মার্টফোনটিতে ব্যবহার হয়েছে ডুয়াল ফ্ল্যাশ এবং ইন্টেলিজেন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ইন্টেলিজেন্ট ফিঙ্গারপ্রিন্ট টাচ থাকার কারণে হ্যান্ডসেটটির সিকিউরিটি বেড়েছে বহুগুণ। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে মেসেজ এবং সকল ধরনের এ্যাপস ও লক করে রাখা যাবে। ৫.০ ইঞ্চি ডিসপ্লে ও ২.৫ ডি গ্লাসের এই স্মার্টফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে আছে এ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো। হ্যান্ডসেটটি লেটেস্ট জেনারেশন ৫পি লেন্স, এ্যাপারচার ২.০ এর ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৩পি লেন্স, ২.০ এ্যাপারচারের ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে হ্যান্ডসেটটিতে। ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসরের সঙ্গে আছে ১ জিবি ডিডিআর থ্রি র‌্যাম। ডিডিআর থ্রি র‌্যাম থাকার কারণে গেমস এবং এ্যাপস পারফর্মেন্স হবে আরও বেশি সাবলীল। ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ আছে এই স্মার্টফোনটিতে। তাছাড়া ব্যবহারকারী চাইলে মেমোরিকার্ডের মাধ্যমে তা ৩২ জিবি পর্যন্ত বাড়াতে পারবেন। ২৫০০ এম এ এইচ এর লি পলিমার ব্যাটারি তো আছেই, তার সঙ্গে যোগ হয়েছে অত্যাধুনিক কাস্টম মেড ইন্টেলিজেন্ট সফটওয়্যার ডিজাইন, যার কারণে ব্যাটারি পাওয়ার ইমপ্রুভ হবে ৪৫% পর্যন্ত। ওটিজি সাপোর্টেড এই স্মার্টফোনটিতে সেন্সর হিসেবে আছে জি সেন্সর, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর এবং লাইট সেন্সর। আইডি ডিজাইনেও এসেছে অনেক ধরনের নতুনত্ব ব্যবহার হয়েছে সাইড মেটাল ডিজাইন, বিগ ক্যামেরা ডিজাইন, ফিঙ্গারপ্রিন্ট রিং এবং ট্রাই টোন ফ্ল্যাশ। এতসব মাল্টি লেভেল সুবিধা থাকার পরও এডিসন গ্রুপ সিম্ফনির এই স্মার্টফোনটিতে দামের দিক থেকে দেখিয়েছে অনেক বড় চমক। সিম্ফনির আউটলেটে সাদা, কালো এবং গোল্ডেন কালারের এই স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে মাত্র ৭,৫৯০ টাকায়। -বিজ্ঞপ্তি
×