ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে ৪৯ শতাংশ কোম্পানির দরপতন

প্রকাশিত: ০৬:১৬, ২৬ অক্টোবর ২০১৬

পুঁজিবাজারে ৪৯ শতাংশ কোম্পানির দরপতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের দুই পুঁজিবাজারে মঙ্গলবার মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও। মঙ্গলবারে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রায় ৪৯ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এই দিনেই ডরিন পাওয়ারের ওপর ভর করে প্রধান বাজারে মোট লেনদেনের জ্বালানি এবং শক্তি খাত ১৭ ভাগ দখল করেছে। এমনকি কোম্পানিটি চাহিদার শীর্ষেও ছিল। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৬০৯ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৩৫ কোটি ৪৪ লাখ টাকা কম লেনদেন। সোমবার ডিএসইতে ৬৪৪ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক দশমিক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬৮১ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১১৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৫৮ পয়েন্টে। খাতভিত্তিক লেনদেনের চিত্র বিশ্লেষণে দেখা গেছে, জ্বালানি এবং শক্তি খাতের কোম্পানিগুলো মোট ৯৭ কোটি টাকা লেনদেন করেছে, যা মোট লেনদেনের ১৭ ভাগ। দ্বিতীয় অবস্থানে ছিল প্রকৌশল খাতটি। খাতটির মোট লেনদেনের পরিমাণ ছিল ৭৬ কোটি টাকা, যা মোট লেনদেনের ১৪.০৫ ভাগ। তৃতীয় অবস্থানে ছিল বস্ত্র খাতের কোম্পানিগুলো, খাতটির মোট লেনদেনের পরিমাণ ছিল ৭০ কোটি টাকা, যা সার্বিক লেনদেনের ১২.৭৯ ভাগ। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ডরিন পাওয়ার, কেডিএস এক্সেসরিজ, আইটিসি, স্কয়ার ফার্মা, ফরচুন সুজ, আর্গন ডেনিমস, মিথুন নিটিং, তিতাস গ্যাস, আমান ফিড ও মবিল যমুনা বিডি। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : সোনালী আঁশ, ডরিন পাওয়ার, মিরাকল ইন্ডাস্ট্রিজ, আনালিমা ইয়ার্ন, জিকিউ বলপেন, আইটিসি, ইস্টার্ন হাউসিং, বিডি ল্যাম্পস, জ্এেমআই সিরিঞ্জ ও স্টাইল ক্রাফট। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ন্যাশনাল ফিড মিলস, রহিমা ফুড, বিডি ফাইন্যান্স, ইমাম বাটন, আইএসএন, ফাস্ট ফাইন্যান্স, ফরচুন সুজ, মুন্নু সিরামিক, আরামিট সিমেন্ট ও রূপালী ব্যাংক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৩৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৮৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বিএসআরএম লিমিটেড, ফরচুন সুজ, কেডিএস এক্সেসরিজ, ডরিন পাওয়ার, আইটিসি, স্কয়ার ফার্মা, একমি ল্যাবরেটরিজ, ইয়াকিন পলিমার, বিডিকম ও অলিম্পিক এক্সেসরিজ।
×