ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

উত্তরপ্রদেশ নিয়ে কংগ্রেসের বৈঠকে প্রিয়াঙ্কা ॥ গুঞ্জন শুরু

প্রকাশিত: ০৬:০১, ২৬ অক্টোবর ২০১৬

উত্তরপ্রদেশ নিয়ে কংগ্রেসের বৈঠকে প্রিয়াঙ্কা ॥ গুঞ্জন শুরু

মাঠে নেমে কবে থেকে লড়াই শুরু করবেন তা এখনও চূড়ান্ত হয়নি। তবু দলের বৈঠকে প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে নামিয়ে দিল কংগ্রেস। আর তা নিয়েই গুঞ্জন শুরু হয়ে গেছে ভারতের রাজনৈতিক মহলে। খবর ওয়েবসাইটের। কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধীর অনুপস্থিতিতে সোমবারই প্রথম উত্তরপ্রদেশের নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছেন প্রিয়াঙ্কা। রাজধানী নয়াদিল্লীতে কংগ্রেসের ওয়াররুমের ওই বৈঠকে তিনিই ছিলেন মধ্যমণি। বৈঠকে দীপাবলির পর থেকে নবেম্বরের মাঝামাঝি পর্যন্ত উত্তরপ্রদেশে দলের প্রচার কৌশল ঠিক হয়েছে। কিন্তু প্রিয়াঙ্কা নিজে কবে থেকে প্রচার শুরু করবেন তা নিয়ে কোন কথা হয়নি। দলের নেতাদের অবশ্য দাবি, রাহুলের অনুপস্থিতিতে উত্তরপ্রদেশে সাংগঠনিক বৈঠকে হাজির থেকেই প্রিয়াঙ্কার অভিষেক হয়ে গেল। এবার তার প্রচার শুরু শুধু সময়ের অপেক্ষা। উত্তরপ্রদেশের কংগ্রেস নেতারা চাইছিলেন ৩১ অক্টোবর ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকীতে এলাহাবাদে বড় সভা করে প্রিয়াঙ্কার অভিষেক হোক। দলের নির্বাচনী কৌশল প্রণেতা প্রশান্ত কিশোরও সেটাই চাইছিলেন। তবু প্রিয়াঙ্কাকে মাঠে নামানো নিয়ে দল এখনও দ্বিধায়। চন্দ্রধনু চন্দ্রধনু দেখেছেন, এমন মানুষ পৃথিবীতে খুবই সামান্য। কারণ চন্দ্রধনু প্রকৃতির এক বিরল উপহার। ব্রিটিশ কবি উইলিয়াম কোল চন্দ্রধনু দেখার অভিজ্ঞতা উল্লেখ করেছিলেন ১৭৯৯ সালে। সেই থেকে ২১৭ বছর পর ইংল্যান্ডের ইয়র্কশায়ারের আকাশে ১৮ অক্টোবর কিছু সময়ের জন্য দেখা যায় চন্দ্রধনু। এর এক জোড়া ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। -বিবিসি। বায়ু দূষণে রক্তচাপের ঝুঁকি বাড়ে বায়ু দূষণের কারণে উচ্চ রক্তচাপের ঝুঁকি ক্রমবর্ধমান হারে বেড়ে যেতে পারে। ইউরোপের বিভিন্ন নগরীর ৪১ হাজারের বেশি বাসিন্দার ওপর গবেষণা চালিয়ে এ তথ্য জানা গেছে। গবেষকরা জানান, ক্রমাগত শব্দ দূষণ বিশেষ করে যানবাহন সৃষ্ট শব্দদূষণ মানুষের হাইপারটেনশনও বাড়িয়ে দিতে পারে। গবেষণায় দেখা গেছে, একই বয়সের ব্যক্তি যিনি শহরের বায়ু ও শব্দ দূষণ এলাকায় বসবাস করছেন তার উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম দূষণ এলাকায় বসবাস করা ব্যক্তির তুলনায় অনেক বেশি। -এএফপি
×