ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে মাসুদ আজহারসহ পাঁচ হাজার সন্ত্রাসীর এ্যাকাউন্ট জব্দ

প্রকাশিত: ০৬:০০, ২৬ অক্টোবর ২০১৬

পাকিস্তানে মাসুদ আজহারসহ পাঁচ হাজার সন্ত্রাসীর এ্যাকাউন্ট জব্দ

পাকিস্তান কর্তৃপক্ষ সন্ত্রাসবিরোধী আইনে (এটিএ) ৫ হাজার ১শ’র বেশি সন্দেহভাজন সন্ত্রাসীর ৪০ কোটির অধিক রুপীর ব্যাংক এ্যাকাউন্ট জব্দ করেছে। জব্দ তালিকায় জইশ-ই-মোহাম্মদের (জেইএম) প্রধান মাসুদ আজহারের নামও রয়েছে। পাঠানকোট বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলার পর আজহারকে নিরাপত্তামূলক আটকাবস্থায় রাখা হয়েছে। কর্মকর্তারা এ কথা বলেছেন। খবর পিটিআই ও টাইমস অব ইন্ডিয়া অনলাইনের। স্টেট ব্যাংক অব পাকিস্তানের (এসবিপি) এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে আল্লাহ বক্সের ছেলে মাসুদ আজহারসহ সকল শীর্ষস্থানীয় সন্ত্রাসীর হিসাব জব্দ করেছি আমরা। কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংবাদপত্রে বলা হয়েছে, কয়েকটি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের গুরুত্বপূর্ণ যুক্তিসহ কয়েক হাজার সন্দেহভাজন সন্ত্রাসীর তিনটি পৃথক তালিকা পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এন্টি টেররিজম এ্যাক্ট, ১৯৯৭ সালে এসবিপি যে সন্ত্রাসীদের হিসাব জব্দ করেছে তাদের মধ্যে প্রায় ১ হাজার ২শ’ সন্ত্রাসীকে এ ক্যাটাগরি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও এসবিপির কর্মকর্তারা বলেছেন, শীর্ষ সন্ত্রাসীদের এ তালিকায় আজহারের নাম রয়েছে। জানুয়ারিতে ভারতের পাঞ্জাবে পাঠানকোট বিমানঘাঁটিতে হামলার পর ভারত ফেব্রুয়ারিতে জাতিসংঘ স্যাংশন কমিটির অধীন আজহারের নাম অবিলম্বে তালিকাবদ্ধ করার জন্য ভারত জাতিসংঘের কাছে চিঠি লেখে। কর্মকর্তারা বলেন, ন্যাশনাল কাউন্টার টেররিজম অর্থরিটি (নাকটা) এ মাসের প্রথম দিকে প্রায় ৫ হাজার ৫শ’ নামের তালিকা পাঠিয়েছে এসবিপির কাছে। নিউজ বলেছে, হিসাব জব্দ তালিকায় যাদের নাম রয়েছে তাদের মধ্যে ৩ হাজার ৭৮ জন খাইবার পাখতুনখোয়া ও ফাতায়ের, ১ হাজার ৪শ’ ৪৩ জন পাঞ্জাবের, ২২৬ জন সিন্ধুর, ১শ’ ৯৩ জন বেলুচিস্তানের, ১০৬ জন গিলগিট বালতিস্তানের ও রাজধানী ইসলামাবাদ এলাকার ২৭ জন রয়েছে।
×