ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অস্ট্রিয়ার ডানপন্থী ফ্রিডম পার্টি প্রধানের হুঁশিয়ারি

ইউরোপের সবচেয়ে বিপজ্জনক নারী মেরকেল

প্রকাশিত: ০৬:০০, ২৬ অক্টোবর ২০১৬

ইউরোপের সবচেয়ে বিপজ্জনক নারী মেরকেল

অস্ট্রিয়ার ডানপন্থী দলের প্রধান সোমবার জার্মান চ্যান্সেলর এ্যাঙ্গেলা মেরকেলকে তার উদার অভিবাসী নীতির জন্য ইউরোপের ‘সবচেয়ে বিপজ্জনক নারী’ অভিহিত করেছেন। আরও ভালো জীবনযাপনের আশায় ইউরোপীয় ইউনিয়নে অভিবাসন প্রত্যাশীদের ঢল বন্ধ না হলে গৃহযুদ্ধ বাধতে পারে বলেও সতর্ক করে দেন তিনি। খবর এনডিটিভির। ফ্রিডম পার্টির চেয়ারম্যান হেইঞ্জ ক্রিস্টিয়ান স্ট্রাখে এই মনোভাবের পুরোপুরি বিপরীত ও অনেক উদার কথা বলছেন অস্ট্রিয়ার জন্য দলের প্রেসিডেন্ট প্রার্থী নরবার্ট হফার। আগামী ৪ ডিসেম্বর দেশটির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। একে সামনে রেখে যারা সাধারণত ফ্রিডম পার্টিকে ভোট দেয় না তাদের মন কাড়ার চেষ্টা করছেন হফার। স্ট্রাখে সোমবার বলেন, হফার সব অস্ট্রীয় নাগরিকের প্রেসিডেন্ট হবেন। তবে তিনি সতর্ক করে বলেন, ‘অভিবাসন প্রত্যাশীদের অনিয়ন্ত্রিত ঢল আমাদের সংস্কৃতির প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। অভিবাসন প্রত্যাশীরা ধীরে ধীরে আমাদের সামাজিক কল্যাণ ব্যবস্থার মধ্যে ঢুকে যাচ্ছে। তারা যে গৃহযুদ্ধ বাধাবে না তার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না।’ মে মাসের ভোটে হফার বামপন্থী আলেক্সান্ডার ফন ডের বেলেনের কাছে অল্প ব্যবধানে হারার পর দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে অনিময়মের কারণে ফল ব্যাহত হয়েছে- ফ্রিডম পার্টির এমন অভিযোগের প্রতি সায় দেয় দেশটির উচ্চ আদালত। হফারের নির্বাচনী পোস্টারে ‘সো হেল্প মি গড’ লেখার কারণে তা খ্রিস্টিয়ান চার্চের প্রতিনিধি ও মুসলিম কর্মকর্তাদের সমালোচনার মুখে পড়ে। তারা বলছেন, নির্বাচনী প্রচারে ঈশ্বরকে জড়ানো ঠিক না। চীনে কারখানায় বিস্ফোরণ ॥ নিহত ১৪, আহত ১৪৭ চীনের উত্তর পশ্চিমাঞ্চলে একটি কারখানায় শক্তিশালী এক বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবার বিকেলে শ্যানশি প্রদেশের শিনমিন টাউনের এ ঘটনায় আরও ১৪৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া। এদের মধ্যে গুরুতর আহত ১১ জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। বিস্ফোরণে স্থানীয় হাসপাতালসহ আশপাশের বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়। পুলিশের করা প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে, অবৈধভাবে গুদামজাত করে রাখা বিস্ফোরকের বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে। ভবনের মালিককে গ্রেফতার করা হয়েছে এবং ভাড়াটিয়া কারখানার মালিককে খোঁজা হচ্ছে। ক্রমবর্ধমান কয়লা খনিতে ব্যবহারের জন্য চীনে সহজেই বিস্ফোরক সংগ্রহ করা যায়। শিল্পে ব্যবহৃত এসব বিস্ফোরক বা রাসায়নিক প্রায়ই দুর্বল নিরাপত্তা ব্যবস্থার মধ্যে গুদামজাত করা হয়, যার কারণে অনেক সময় বিস্ফোরণ ঘটে বড় ধরনের ক্ষয়ক্ষতির হয়। -সিনহুয়া
×