ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মার্কিন প্রেসিডেন্টের আইফোন দিয়ে কল করা যায় না!

যুক্তরাষ্ট্র জানে না সাইবার হামলাকারী কারা ॥ ওবামা

প্রকাশিত: ০৫:৫৯, ২৬ অক্টোবর ২০১৬

যুক্তরাষ্ট্র জানে না সাইবার হামলাকারী কারা ॥ ওবামা

প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্র জানে না শুক্রবার কারা সাইবার হামলা চালিয়েছে। যার কারণে নেটফিক্স ও টুইটারসহ ১২শ’র বেশি ওয়েবসাইটে প্রবেশ করা সম্ভব হয়নি। খবর ওয়াল স্ট্রিট জার্নালের। জিমি ক্যামেলের উপস্থাপনায় সোমবার লেট নাইট শোতে ভিডিও কনফারেন্সে ওবামা বলেন, ‘কারা ওই ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে আমাদের কোন ধারণা নেই।’ মার্কিন কর্মকর্তা ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন, হামলাকারীরা ক্যামেরা, ভিডিও রেকর্ডার ও রাউটারের মতো ইন্টারনেট সংশ্লিষ্ট বিপুল পরিমাণ ডিভাইস নিয়ন্ত্রণ করেছিল। ওয়েব প্রযুক্তি প্রতিষ্ঠান ডাইনামিক নেটওয়ার্ক সার্ভিসেস ইঙ্ক জানায়, তাদের ডোমেইন নেম সিস্টেম সেবা হামলার শিকার হয়েছিল। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) সোমবার জানায়, তারা এখনও হামলা সংশ্লিষ্ট ঘটনা পর্যবেক্ষণ করছে। এই হামলায় সম্ভবত ‘মিরাই’ নামের এক ধরনের ম্যালওয়ার ব্যবহার করা হয়েছে। শুক্রবার সাইবার হামলার পর বেশ কয়েকদিন পার হলো। অথচ মার্কিন সরকার জানে না অপরাধী কে। এ পরিপ্রেক্ষিতে ওবামাকে স্বীকার করে নিতে হবে- এ ধরনের ঘটনার পর ক্লু উদঘাটন তাদের জন্য অনেক কঠিন। হামলাটিকে অত্যাধুনিক বলে বিবেচনা করা হচ্ছে এবং সম্ভবত বিদেশী সরকার ও অত্যাধুনিক ক্রিমিনাল গ্রুপগুলো সাইবার হামলার এই কৌশল প্রয়োগ করেছে। ওবামা বলেন, তার উত্তরসূরিদের জন্য সাইবার নিরাপত্তার কাজ সামলানো কত কঠিন তা এই হামলা থেকে বোঝা যায়। আগামী প্রেসিডেন্ট ও তার পরবর্তী প্রেসিডেন্টদের জন্য সবচেয়ে বড় চ্যাঞ্জেগুলোর একটি হবে- কিভাবে আমরা সাইবার স্পেসে থেকে সকল সুবিধা নেব, আবার আমাদের অর্থ ব্যবস্থার সুরক্ষা দেব এবং গোপনীয়তা রক্ষা করব? ওবামা সাইবার হামলাকারীদের মোকাবেলায় তার আইফোনের নিরাপত্তা সতর্কতার বিষয়ে কৌতুকও করেন। তিনি বলেন, তার আইফোনে কল করা, টেক্সট মেসেজ লেখা ও ছবি তোলাসহ অধিকাংশ ফাংশন অকার্যকর করে রাখা হয়েছে।
×