ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মিডিয়া সমর্থকদের ভোটদানে নিরুৎসাহী করছে- দাবি রিপাবলিকানদের

‘ভুয়া জরিপ’ প্রত্যাখ্যান ট্রাম্পের

প্রকাশিত: ০৫:৫৯, ২৬ অক্টোবর ২০১৬

‘ভুয়া জরিপ’ প্রত্যাখ্যান ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার প্রচার শিবিরের কঠিন অবস্থার জন্য ‘বিরক্তিকর’ মিডিয়ার সৃষ্ট ভুয়া জপিরকে দোষারোপ করেছেন। তার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হতে থাকায় তিনি তার অনুগত সমর্থকদের শক্তি যোগাতে কঠোর পরিশ্রম করছেন। এদিকে, ইসলামিক স্টেটের হাত থেকে ইরাকী শহর মসুল পুনঃদখল করার সপ্তাহের প্রয়াস শোচনীয় অবস্থায় পড়েছে বলে মন্তব্য করায় ট্রাম্পের সমালোচনা করেছেন ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিনটন। খবর এনডিটিভি ও ইয়াহু নিউজের। নির্বাচনের আর মাত্র ১৪ দিন থাকতে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প গুরুত্বপূর্ণ ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রচার চালান। গুরুত্বপূর্ণ পেনসিলভানিয়া ডেমোক্র্যাট হিলারির হাতে চলে যেতে পারে বলে ট্রাম্পের টিম প্রকাশ্যে ও ঘরোয়াভাবে স্বীকার করেছে। এর ফলে ৮ নবেম্বর হোয়াইট হাউস জয়ের জন্য প্রয়োজনীয় ২৭০ ইলেক্ট্রোরাল ভোট পেতে ট্রাম্পের জন্য সঙ্কীর্ণতম পথই খোলা থাকবে। নারী ও সংখ্যালঘুদের নিয়ে অব্যাহত সমস্যা সত্ত্বেও ট্রাম্প তার সমর্থনভিত্তিকে প্রসারিত করতে প্রচারের শেষ দিনগুলোতে তার বার্তা নরম করতে অস্বীকার করেন। তথাপি তিনি ফ্লোরিডায় তিন দিনের নির্বাচনী সফরের মধ্যে এক আশাবাদী দৃষ্টিভঙ্গি ব্যক্ত করেন। হাজার হাজার লোক তখন সেখানে ব্যক্তিগতভাবে ভোট দেয়া শুরু করেছে। স্থানীয় এক কুমড়া ক্ষেতের পাশে সমবেত কৃষকদের সঙ্গে গোলটেবিল আলোচনায় ট্রাম্প ঘোষণা করেন, আমরাই আসলে জয়ী হচ্ছি বলে আমি বিশ্বাস করি। সংবিধানের প্রথম সংশোধনী সাংবাদিকদের খুব বেশি ক্ষমতা দিয়ে থাকতে পারে বলে মন্তব্য করার এক দিন পর তিনি জোর দিয়ে বলেন যে, তার সমর্থকদের ভোট কেন্দ্রে যেতে নিরুৎসাহিত করতে মিডিয়া পক্ষপাতদুষ্ট জরিপ প্রচার করছে। ট্রাম্প পরে সেন্ট অগাস্টিনে হর্ষোৎফুল্ল সমর্থকদের উদ্দেশে বলেন, মিডিয়া কেবল আমার বিরুদ্ধে নয়, তারা আপনাদের সবার বিরুদ্ধে। আমরা যা কিছুর প্রতিনিধিত্ব করি, তারা সেটির বিরোধী। ট্রাম্পের জন্য আরও খারাপ খবর, দু’ প্রধান প্রতিদ্বন্দ্বীর মধ্যেই নির্বাচন হতে চলেছে বলে তরুণ ভোটাররা হিলারির দিকেই ঝুঁকছে বলে এক নতুন জরিপে দেখা যায়। ১৮ থেকে ৩০ বছর বয়স্ক সম্ভাব্য ভোটারদের মধ্যে হিলারি শতকরা ৬০-১৯ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। তরুণ কৃষ্ণাঙ্গ ভোটাররা এরই মধ্যে দৃঢ়ভাবে হিলারির পক্ষে রয়েছেন, আর এখন তরুণ শ্বেতাঙ্গরাও তার দিকে ঝুঁকছেন। শিকাগো বিশ্ববিদ্যালয়ের ব্ল্যাক ইয়ুথ প্রজেক্টের জরিপে একথা বলা হয়। ট্রাম্প আত্মরক্ষামূলক অবস্থানে থাকায় ডেমোক্র্যাট হিলারি দোদুল্যমান নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে ট্রাম্পের জয়ী হওয়ার পথ বন্ধ করার লক্ষ্যে কাজ করেন এবং সিনেটে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা আনার লক্ষ্যেও দৃষ্টি দেন। হিলারি মসুলযুদ্ধ প্রসঙ্গে ট্রাম্পের উক্তির সমালোচনা করে বলেন, ট্রাম্প যুদ্ধ শুরু হওয়ার আগেই মূলত পরাজয় ঘোষণা করেছেন। তিনি নিউ হ্যাম্পশায়ারে এক নির্বাচনী সমাবেশে বলেন, এক অযোগ্য কমান্ডার-ইন-চীফ থাকার অর্থ যা, ট্রাম্প বিশ্বের কাছে সেটিই প্রমাণ করছেন। রবিবার এক টুইটে ট্রাম্প বলেন, মসুল আক্রমণ এক সর্বাত্মক বিপর্যয়ের রূপ নিচ্ছে। আমরা তাদের মাসের পর মাস ধরে সতর্ক করে দিয়েছিলাম। যুক্তরাষ্ট্রকে এতই নির্বোধ মনে হচ্ছে। যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট ইরাকী কুর্দী বাহিনী ঐ শহরের চারদিকে বড় রকমের আক্রমণ শুরু করেছে। শহরটি ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) সর্বশেষ ঘাঁটি। তারা ১৬ অক্টোবর অভিযান শুরু করার পর আইএসের কাছ থেকে প্রায় ৮০টি গ্রাম ও শহর পুনঃদখল করে, কিন্তু এখনও শহরটির ভিতর ঢুকতে পারেনি। ট্রাম্প ফ্লোরিডার সেই অগাস্টিনে সোমবার এক সমাবেশে তার অবস্থান পুনর্ব্যক্ত বলেন। যেখানে তিনি তার সমর্থকদের আগাম ভোট দেয়ারও আহ্বান জানান এবং তার প্রচার-শিবির নির্বাচনে জয়ী হচ্ছে বলে ঘোষণা করেন। ট্রাম্প বলেন, কাজেই আমরা এখন মসুলে আটকা পড়ে গেছি। আমরা যা ভেবেছিলাম, শত্রু তার চেয়ে অনেক বেশি শক্ত। তারা প্রস্তুতি নেয়ার মতো যথেষ্ট সময় পেয়েছিল। যা ঘটছে তা এক ভয়াবহ পরিস্থিতি।
×