ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকা-অসলো সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশা নতুন রাষ্ট্রদূতের

প্রকাশিত: ০৫:৫৮, ২৬ অক্টোবর ২০১৬

ঢাকা-অসলো সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশা নতুন রাষ্ট্রদূতের

কূটনৈতিক রিপোর্টার ॥ ঢাকা-অসলো সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশে নবনিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন। তিনি নরওয়ের বিদায়ী রাষ্ট্রদূত মেরেটে লুনডেমোর স্থলাভিষিক্ত হচ্ছেন। আজ বুধবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের কাছে নিজের পরিচয়পত্র পেশ করবেন সিডসেল ব্লেকেন। মঙ্গলবার ঢাকার রাজকীয় নরওয়ে দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ব্লেকেন বলেন, নরওয়ে এবং বাংলাদেশের মধ্যে সব সময়ই দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। আমি প্রত্যাশা করি আমার বাংলাদেশে থাকাকালীন এই সম্পর্ক আরও দৃঢ় হবে। বাংলাদেশে নরওয়ের রাষ্ট্রদূত হিসেবে আমার কর্মকালকে নিয়োজিত করব সবার সমান অধিকারের ভিত্তিতে প্রতিষ্ঠিত একটি শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক সমাজ গঠনের অভিন্ন লক্ষ্য অর্জনের মাধ্যমে দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় এবং শক্তিশালী করার কাজে। তিন বছরে ১০ লাখ... নানা ধরনের দুর্নীতির অপরাধে গত তিন বছরে ১০ লাখের বেশি সরকারী কর্মকর্তাকে শাস্তি দেয়া হয়েছে। এই তিন বছরে অপরাধে অভিযুক্ত ৪০৯ জন পলাতককে আটক করা হয়েছে। ঘুষ গ্রহণ এবং স্বজনপ্রীতির মতো দুর্নীতিতে সাজাপ্রাপ্তদের মধ্যে যেমন নিম্নপদস্থ কর্মকর্তা রয়েছেন, তেমনি মন্ত্রিসভার সদস্যের মতো ক্ষমতাধর নেতারাও আছেন। দেশটির প্রেসিডেন্ট শি জিন পিং দুর্নীতিবিরোধী ব্যাপক অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। -বিবিসি বাংলা মাইনাস ৫০ ডিগ্রী তাপমাত্রায়... তাপমাত্রা হিমাঙ্কের নিচে, শুধু নিচে নয় প্রায় মাইনাস ৪৩ ডিগ্রী সেন্টিগ্রেড। মানুষের বসতি আছে এমন স্থানের মধ্যে শীতলতম এটি। উত্তর-পূর্ব রাশিয়ায় সাইবেরিয়া অঞ্চলের ওইমিয়াকন এমনিতেই বরফে মোড়া থাকে বছরের বেশিরভাগ সময়। শীতের সময় বাড়াবাড়ি রকমের ঠা-া পড়ে এখানে। একসময়ে পারদ নেমেছিল মাইনাস ৭২ ডিগ্রী সেন্টিগ্রেড পর্যন্তও। এখনও যা গড়, তাতে প্রতি শীতে মাইনাস পঞ্চাশের কাছে তাপমাত্রা থাকেই। গত বছরই শীতলতম দিনে উষ্ণতা ছিল মাইনাস ৬৮ ডিগ্রী সেন্টিগ্রেডে। আশ্চর্য এই অঞ্চলে এত বাধা পেরিয়েও মানুষের বসতি আছে। -আজকাল অনলাইন
×