ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পোলিও নির্মূলে ১০ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে ॥ আইয়ুব

প্রকাশিত: ০৫:৫৭, ২৬ অক্টোবর ২০১৬

পোলিও নির্মূলে ১০ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে ॥ আইয়ুব

রোটারি গবর্নর মোহাম্মদ আইয়ুব বলেছেন, বিশ্ব থেকে পোলিও নির্মূলে এ পর্যন্ত ১০ বিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে। রোটারিসহ অন্যন্যা প্রতিষ্ঠানের সহযোগিতা এবং দীর্ঘ ২৫ বছরের চেষ্টায় মাত্র তিনটি দেশ ছাড়া বিশ্বের আর সব দেশ থেকে পোলিও নির্মূল করা সম্ভব হয়েছে। বিশ^ পোলিও দিবস উপলক্ষে মঙ্গলবার ঢাকা রিপোটার্স ইউনিটেতে এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্মেলনে বক্তব্য রাখেন সাবেক গবর্নর জালাল ইউ আহমেদ, সেলিম রেজা, মহাসচিব রকিব সরদার ও ডেপুটি গবর্নর আবুল খায়ের চৌধুরী। রোটারি গবর্নর বলেন, সম্মিলিত প্রচেষ্টায় ১০ বছর আগে বাংলাদেশ পোলিও মুক্ত হয়েছে। শুধু আফগানিস্তান, পাকিস্তান ও নাইজিরিয়ায় বর্তমানে পোলিও রোগী রয়েছে। উক্ত তিনটি দেশ থেকেও পোলিও নির্মূলে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। এছাড়া বিশে^ আর কেউ যেন পোলিওতে আক্রান্ত না হয় সেজন্য রোটারি আগামী বছরগুলোতেও ব্যাপক প্রকল্প হাতে নিয়েছে। রোটারির এ উদ্যোগে বিল গেট্স ৫৫০ মিলিয়ন ডলার দান করেছেন। এছাড়া, রোটারির ১২ লাখ সদস্য ও ২ কোটি স্বেচ্ছাসেবক পোলিও মুক্ত বিশ^ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সম্মেলনে সাবেক গবর্নর শামসুল হুদা ও এসএএম শওকত হোসেনসহ রোটারির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি ঢাবি’র ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ^বিদ্যালয় ২০১৬-১৭ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে ১৩.৫৫ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রশাসনিক ভবনে কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন। পরীক্ষার বিস্তারিত ফল এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ধফসরংংরড়হ.বরং.ফঁ.ধপ.নফ ওয়েবসাইটে জানা যাবে। এছাড়া, উট কঅ লিখে রোল নম্বর টাইপ করে ১৬৩২১ নম্বরে যে কোন অপারেটরের মোবাইল ফোন থেকে পাঠালে ফিরতি এসএমএসে ভর্তিচ্ছুরা ফলাফল জানতে পারবে। গত শুক্রবার ভর্তিচ্ছু ৯০ হাজার ৪২৪ জন ছাত্রছাত্রীর মধ্যে ৮৩ হাজার ৫৮২ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ১১ হাজার ৩৩০ জন উত্তীর্ণ হয়েছেন। অনুত্তীর্ণ হয়েছেন ৭১ হাজার ২৪৭ জন। বিভিন্ন কারণে ১ হাজার ৪ জন পরীক্ষার্থীর উত্তরপত্র বাতিল করা হয়েছে। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৬ হাজার ৬৪২ জন। ক-ইউনিটে আসন সংখ্যা ১ হাজার ৭শ ৪৫টি। পাস করা ছাত্রছাত্রীরা ৮ থেকে ২১ নবেম্বরের মধ্যে বিষয় পছন্দক্রম ফরমপূরণ করতে হবে। এছাড়া কোটায় আবেদনকারীদের ৩ নবেম্বরের মধ্যে কোটার ফরম ডিন অফিস থেকে সংগ্রহ করে তা পূরণ করে জমা দিতে হবে। ফলাফল ঘোষণার সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমদ, ‘ক’ ইউনিটের ভর্তি কমিটির আহ্বায়ক ও ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. সাইফুল ইসলাম, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।
×