ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আওয়ামী লীগের নতুন কেন্দ্রীয় কমিটি নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধাজ্ঞাপন

সম্পাদকমণ্ডলীর আরও ২২ সদস্যের নাম ঘোষণা, আট নতুন মুখ

প্রকাশিত: ০৫:৪০, ২৬ অক্টোবর ২০১৬

সম্পাদকমণ্ডলীর আরও ২২ সদস্যের নাম ঘোষণা, আট নতুন মুখ

বিশেষ প্রতিনিধি ॥ আগামী নির্বাচন সামনে রেখে দলের কেন্দ্রীয় নেতৃত্বে নতুন রক্তের সঞ্চার ঘটাচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সম্মেলনের দু’দিন পর মঙ্গলবার কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সম্পাদকম-লীর আরও ২২ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। নতুন এই তালিকায় ৮ নতুন মুখ। সদ্য বিলুপ্ত কমিটির ৬ জন আপাতত বাদ পড়েছেন। আগামী এক সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। সেই পূর্ণাঙ্গ কমিটিতে বাদ পড়া সাবেক ৭ কেন্দ্রীয় নেতা স্থান পাচ্ছেন কিনা, সেজন্য তাদের আরও এক সপ্তাহ অপেক্ষা করতে হবে। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সম্পাদকম-লীর ২২ সদস্যের নাম ঘোষণা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হবে। তবে আমি এটুকু বলতে পারি, কমিটিতে নতুন রক্তের সঞ্চার হবে। আগামী শুক্রবার গণভবনে নতুন সভাপতি-লীর প্রথম বৈঠক ডাকা হয়েছে। ৮১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মধ্যে এখনও ৩ সভাপতিম-লীর সদস্য, ৫ সম্পাদকম-লীর সদস্য, ২ উপ-সম্পাদক এবং ২৮ কার্যনির্বাহী সংসদের সদস্য পদ খালি রয়েছে। এদিকে আওয়ামী লীগের নবনির্বাচিত কার্যনির্বাহী সংসদের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার বিকেলে ধানম-ি ৩২ নম্বর ঐতিহাসিক বঙ্গবন্ধুর বাসভবনের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময় নতুন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা দক্ষিণ সিটি কর্র্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা উপস্থিত ছিলেন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ২১ সদস্যের নাম ঘোষণা করা হয়েছিল। গত ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম সম্মেলনের কাউন্সিল অধিবেশনে অষ্টমবারের মতো সর্বসম্মতিক্রমে দলের সভাপতি নির্বাচিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এবারই প্রথম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওইদিনই কাউন্সিলরা শেখ হাসিনাকে কার্যনির্বাহী সংসদের বাকি ৭৯ সদস্যকে নির্বাচনের দায়িত্ব দিলে তিনি ১৯ জনের মধ্যে ১৪ জন সভাপতিম-লীর সদস্য, চার যুগ্ম সাধারণ সম্পাদক, এক কোষাধ্যক্ষের নাম ঘোষণা করেন। মঙ্গলবার ওবায়দুল কাদের ঘোষিত ২২ সম্পাদকম-লীর মধ্যে ৮ বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের মধ্যে আগের কমিটির আহমদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ, বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও খালিদ মাহমুদ চৌধুরী এবারও একই দায়িত্বে আছেন। তাদের সঙ্গে যোগ হয়েছেন এনামুল হক শামীম ও ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীম আগের কমিটিতে কার্যনির্বাহী সংসদের সদস্য ছিলেন। আর চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে মহিবুল হাসান চৌধুরী নওফেল এবারই প্রথম এলেন। আগের কমিটির সাংগঠনিক সম্পাদকদের মধ্যে বাদ পড়েছেন বীর বাহাদুর এমপি। শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক হয়েছেন সাবেক ছাত্রনেত্রী শামসুন্নাহার চাঁপা। আগের কমিটির শিক্ষা সম্পাদক নুরুল ইসলাম নাহিদ এবার সভাপতিম-লীতে স্থান পেয়েছেন। সাংস্কৃতিক সম্পাদক পদে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের জায়গায় এসেছেন অসীম কুমার উকিল। স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক হয়েছেন বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনের (বিএমএ) রংপুর বিভাগীয় সহ-সভাপতি ডাঃ রোকেয়া সুলতানা; আগে ডাঃ বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু ছিলেন এই পদে। এছাড়া সম্পাদকম-লীর আট সদস্যকে আরও তিন বছরের জন্য একই দায়িত্ব দিয়েছে আওয়ামী লীগ। তারা হলেন- আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আবদুল মতিন খসরু, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহম্মদ আবদুল্লাহ, প্রচার ও প্রচারণা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আবদুস সাত্তার, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ এবং তথ্য ও গবেষণা সম্পাদক পদে এ্যাডভোকেট আফজাল হোসেন। এছাড়া গত ২৩ অক্টোবর সম্মেলনের কাউন্সিল অধিবেশনে দলীয় সভানেত্রী শেখ হাসিনা ১৯ সভাপতিম-লীর সদস্যদের মধ্যে ১৪ জনের নাম ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে সে নামগুলোও পড়ে শোনা নব্য সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভাপতিম-লীর সদস্যরা হলেন- সৈয়দা সাজেদা চৌধুরী, বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্লাহ, এ্যাডভোকেট সাহারা খাতুন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সৈয়দ আশরাফুল ইসলাম, পীষুষ কান্তি ভট্টাচার্য, নুরুল ইসলাম নাহিদ, ড. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) ফারুক খান, রমেশ চন্দ্র সেন ও এ্যাডভোকেট আব্দুল মান্নান। যুগ্ম সাধারণ সম্পাদকরা হলেন- মাহবুবউল আলম হানিফ, ডাঃ দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান। কোষাধ্যক্ষ পদে পুনর্র্নিবাচিত হন এইচ এন আশিকুর রহমান। গঠনতন্ত্র অনুযায়ী আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে ৩৪ সম্পাদকম-লীর সদস্য রয়েছেন। এর মধ্যে সম্পাদকম-লীর ২৭ পদের নাম ঘোষণা করা হলো। বাকি সাতটি সাংগঠনিক সম্পাদকের পদ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, কৃষি ও সমবায়, পরিবেশ ও বন, বিজ্ঞান ও প্রযুক্তি, যুব ও ক্রীড়া, উপ-দফতর, উপ-প্রচার ও প্রকাশনা পদে কারও নাম ঘোষণা করা হয়নি। এ ছাড়া সদস্য পদেও কোন নাম ঘোষণা করা হয়নি। ওবায়দুল কাদের বলেন, আগামী শুক্রবার সন্ধ্যা ৭টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নতুন সভাপতিম-লীর প্রথম সভা অনুষ্ঠিত হবে। সেখানে কার্যনির্বাহী সংসদের সদস্য নির্বাচন করা হবে। এছাড়া বাকি পদগুলোসহ পূর্ণাঙ্গ কমিটি এক সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে। তবে আমি এটুকু বলতে পারি, কমিটিতে নতুন রক্তের সঞ্চার হবে। এ সময় ওবায়দুল কাদের বলেন, ব্যক্তির কারণে দল ক্ষতিগ্রস্ত হলে আগামী নির্বাচনে তাদের মনোনয়ন নিয়ে বিবেচনা করা হবে। সংবাদ সম্মেলনে নতুন ও সাবেক কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ॥ প্রধানমন্ত্রী অষ্টমবারের মতো আওয়ামী লীগের সভাপতি পুনঃনির্বাচিত শেখ হাসিনা মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন। নবনির্বাচিত সাধারণ সম্পাদকসহ নতুন কার্যনির্বাহী সংসদের সব সদস্যকে নিয়ে প্রধানমন্ত্রী ফুল দিয়ে এই শ্রদ্ধা নিবেদন করেন। জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে এই মহান নেতার প্রতি শ্রদ্ধা জানান। এ সময় নতুন নির্বাচিত সভাপতিম-লীর সদস্য, যুগ্ম ও সাংগঠনিক সম্পাদক, সম্পাদকম-লীর সদস্যরা ছাড়াও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী ঐতিহাসিক বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে প্রবেশ করেন এবং সেখানে জাতির পিতার অপর একটি প্রতিকৃতিতেও শ্রদ্ধা নিবেদন করেন। পঁচাত্তরের ১৫ আগস্ট ভবনটির যে সিঁড়িতে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, সেখানে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। উল্লেখ্য, গত ২২ ও ২৩ সেপ্টেম্বর এই উপমহাদেশের অন্যতম প্রাচীন এবং বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বসম্মতক্রমে টানা অষ্টমবারের মতো আওয়ামী লীগের সভাপতি এবং ওবায়দুল কাদের প্রথমবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
×