ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:০৭, ২৬ অক্টোবর ২০১৬

টুকরো খবর

যমজ তিন সন্তানের দু’জন মারা গেছে নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৫ অক্টোবর ॥ সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জন্ম নেয়া জমজ ৩ ছেলে সন্তানের মধ্যে দু’জন মারা গেছে। একজন মাত্র বেঁচে আছে। টাকার অভাবে উন্নত চিকিৎসা করাতে না পারায় বেঁচে থাকা শিশুটিও রয়েছে ঝুঁকিতে। জানা গেছে, উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের ঝড়াবর্ষা গ্রামের গৃহবধূ পাপিয়া বেগম (২৪) শনিবার সকালে স্বাভাবিকভাবে তিনটি ছেলে সন্তানের জন্ম দেয়। শিশুদের ওজন কম থাকায় ওইদিন বিকেলে তাদের গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাদের শনিবার রাতেই আবার উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রবিবার সকালে সেখানকার চিকিৎসকরা আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ঢাকায় চিকিৎসা খরচের আর্থিক সামর্থ্য না থাকায় রবিবার বিকেলে সন্তানদের ঝড়াবর্ষা গ্রামে নিয়ে আসেন শিশুর অভিভাবকরা। এদিকে সোমবার রাতে তিন শিশুর মধ্যে একটি শিশু মারা যায়। পরে মঙ্গলবার সকালে অপর আর একটি শিশুও মারা যায়। ছুরিকাঘাতে ছাত্রী হাসপাতালে ॥ গ্রেফতার দুই নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২৫ অক্টোবর ॥ ঝিনাইদহ শহরের উপশহর পাড়ার নবম শ্রেণীর স্কুলছাত্রী পূজা মজুমদারকে ছুরিকাঘাত করার ঘটনায় থানায় মামলা দায়ের করেছে তার পিতা বিপুল মজুমদার। এ ঘটনায় মঙ্গলবার ভোরেই রুহুল আমিন ও রূপা বেগম নামের ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় বাড়ির ছাদে উঠে আলতাফ হোসেনের বখাটে ছেলে লিটু পূজা মজুমদারকে ছুরিকাঘাত করে। বখাটে লিটুর বাড়ি কুমিল্লায়। সে উপশহরপাড়ায় ভগ্নিপতি বাবুর বাড়িতে থাকত। পূজা মজুমদারের মা শিখা মজুমদার বলেন, আমার মেয়ের খুব খারাপ অবস্থা। সে কথা বলতে পারছে না। তার শরীরে ২৫টি সেলাই দিতে হয়েছে। সে এখনও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি রয়েছে। নকল কারখানার সন্ধান নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ২৫ অক্টোবর ॥ সোমবার রাতে বগুড়ার সান্তাহার ফাঁড়ি পুলিশ শহরের সাহেবপাড়া ও পাথরকুটা মহল্লায় ছয় রকমের কেমিক্যাল পণ্য নকল করার কারখানার সন্ধান পেয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই কারখানা মালিক হামিদুল ইসলাম মেজরকে ছয় মাসের কারাদ- প্রদান ও মঙ্গলবার দুপুরে বিপুল পরিমাণ নকল পণ্য ধ্বংস করে দেয়া হয়েছে। সিল করে দেয়া হয়েছে সাহেবপাড়ায় অবৈধভাবে দখলে রাখা রেলওয়ে কোয়ার্টার। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আদমদিঘি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম। এ সময় আদমদিঘি থানার অফিসার ইনচার্জ শওকত কবির ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বগুড়া অঞ্চলের সহকারী পরিচালক শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন। রাজাকারের বিচার দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ নবীনগরের রাজাকার ফুল মিয়াকে অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধারা। মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িযা প্রেসক্লাব চত্বরে জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা কমান্ডার হারুনুর রশীদ দুলাল। এ সময় বক্তব্য রাখেন ডেপুটি কমান্ডার গাজী মোঃ রতন মিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব, আব্দুল আউয়াল প্রমুখ। মানববন্ধনে মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সন্তানসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে। পটিয়ায় মূর্তি ভাংচুর নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ২৫ অক্টোবর ॥ চট্টগ্রামের পটিয়ায় সোমবার রাতে দুর্বৃত্তরা একটি মূর্তি ভাংচুর করেছে। উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে এই ঘটনা ঘটে। দুর্বৃত্তরা মন্দিরের তালা ভেঙ্গে প্রবেশ করে সেখানে অগ্নিসংযোগও করেছে। মঙ্গলবার সকালে থানা পুলিশ ও পূজা পরিষদের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সংঘর্ষ ভাংচুর ও অগ্নিসংযোগ ॥ আহত ৫ নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৫ অক্টোবর ॥ বাউফলের দাশপাড়া গ্রামের চৌ-মোহনী বাজারে মঙ্গলবার সকালে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় মহিলাসহ ৫ জন আহত হয়েছে। জানা গেছে, ওই বাজারের আলাউদ্দিন ফকিরের সঙ্গে জমিজমা নিয়ে প্রতিপক্ষ হাবিবুর রহানের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বেলা সাড়ে ১১টার দিকে জমির ভাগবাটোরা নিয়ে উভয়পক্ষের মধ্যে তর্কবির্তক হয়। একপর্যায়ে তারা ধারালো অস্ত্রসন্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সুপারি পাড়তে গিয়ে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৫ অক্টোবর ॥ জেলার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের বৈরাটি গ্রামে মঙ্গলবার সুপারি পাড়তে গিয়ে গাছ ভেঙ্গে আনোয়ার হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আনোয়ার ওই গ্রামের ফজলু মিয়ার ছেলে। জানা গেছে, মঙ্গলবার সকালে আনোয়ার একই গ্রামের শাহীন মিয়ার সুপারি পাড়তে গাছে উঠে। এ সময় এক গাছ থেকে অন্য গাছে যাওয়ার সময় হঠাৎ সে গাছ ভেঙ্গে মাটিতে পড়ে যায়। এতে মারাত্মক আহত হওয়ার পর প্রথমে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে নেয়ার পথে সে মারা যায়। টেকনাফে লক্ষাধিক ইয়াবা উদ্ধার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে পৃথক অভিযান চালিয়ে এক লাখ ত্রিশ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার ভোরে নাজিরপাড়া ও হ্নীলার সিকদার পাড়ায় বিজিবি জওয়ানরা এ অভিযান চালায়। ইয়াবা উদ্ধার ॥ আটক চার নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৫ অক্টোবর ॥ আবাসিক হোটেল সমুদ্র বিলাস থেকে ৩৪ ইয়াবা ট্যাবলেটসহ হোটেল ম্যানেজার, বয়সহ মোট চারজনকে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার রাত নয়টার দিকে হোটেলের ৩১৫ নম্বর কক্ষ থেকে এদের গ্রেফতার করা হয়। স্তন ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে স্তন ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প হয়েছে। মঙ্গলবার শহরের সার্কিট হাউসে ক্যাম্পে ১শ’ চিকিৎসকসহ ১২০ জনের একটি মেডিক্যাল টিম অংশ নেয়। ক্যাম্পে জেলার বিভিন্ন স্থান থেকে শত শত নারী অংশ নেয়। স্তন ক্যান্সার স্ক্রিনিং ছাড়াও সচেতনতামূলক সেমিনার হয়েছে। স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে আনোয়ার খান মডার্ণ মেডিক্যাল কলেজ হাসপাতালের অনকোলজি বিভাগের সহায়তায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসন এই ক্যাম্পের আয়োজন করেছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন হাসপাতালটির চেয়ারম্যান আনোয়ার হোসেন খান। জেলা প্রশাসক সায়লা ফারজানা সভাপতিত্ব করেন। কুবি ছাত্রলীগ নেতা হত্যায় আরও এক মামলা নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৫ অক্টোবর ॥ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মেধাবী ছাত্র ও ছাত্রলীগ নেতা খালিদ সাইফুল্লাহ হত্যাকা-ের ঘটনায় ৪জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪/৫জনকে অভিযুক্ত করে আদালতে মামলা দায়ের করা হয়েছে। নিহতের মা ফাতেমা আক্তার বাদী হয়ে কুমিল্লার আদালতে এ মামলাটি দায়ের করেন। এদিকে এ মামলায় অভিযুক্ত আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়ে মঙ্গলবার দুপুরে নগরীর দারোগাবাড়ী এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন নিহতের বাবা-মা ও স্বজনরা। গত ১ আগস্ট কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে খুন হন বিশ্ববিদ্যালয়ের ৭ম ব্যাচের মেধাবী ছাত্র ও কবি নজরুল হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা সাদেকুর রহমান বাদী হয়ে এর আগে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। সংবাদ সম্মেলনে নিহত খালিদ সাইফুল্লাহর মা ফাতেমা আক্তার লিখিত বক্তব্যে বলেন, আমার ছেলেকে বঙ্গবন্ধুর জন্য শোক প্রকাশ করতে গিয়ে কেন তাকে খুন হতে হলো। সে তো কারও কোন ক্ষতি করেনি। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্র রেজা তার সহযোগী বিপ্লব, মাসুদ ও সোহেলকে নিয়ে খালিদকে মাথায় গুলি করে নির্মমভাবে হত্যা করে। ডিবি পুলিশ ঘাতক বিপ্লবকে গ্রেফতার করে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুজিবুর রহমান প্রশাসনিক দায়িত্বে থেকেও ঘাতক বিপ্লবকে মামলা থেকে বাঁচাতে এবং পরীক্ষার ব্যবস্থা করার জন্য গত ২০ অক্টোবর আদালতে হাজির হয়ে তার পক্ষে তদবির করেন। তিনি এই হত্যাকা-ের সাথে জড়িত আছেন বলে আমাদের সন্দেহ রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নিহত খালিদ সাইফুল্লাহর বাবা জয়নুল আবেদীন, নিহতের মামা আবদুল আওয়াল প্রমুখ। এদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুজিবুর রহমান জানান, খালিদের মায়ের আনীত অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন। কোন ঘাতকের পক্ষে অবস্থান নিয়ে আদালত বা কোন স্থানে তদাবরের বিষয়টি সঠিক নয়। রামপালবিরোধী প্রদর্শনীতে হামলা ॥ আহত ১০ স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ মঙ্গলবার দুপুর সিলেট মদন মোহন কলেজ ক্যাম্পাসে রামপালবিরোধী প্র্রদর্শনীতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এতে ছাত্রফ্রন্টের ১০ কর্মী আহত হয়। সুন্দরবন রক্ষায় রামপাল প্রকল্প বাতিলের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সচেতনতামূলক এ তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করেছিল। অভিযোগে প্রকাশ, মদন মোহন কলেজ ক্যাম্পাসের উন্মুক্ত স্থানে সকাল পৌনে ১০টার দিকে রামপাল বিদ্যুতকেন্দ্র বাতিলের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কলেজ শাখার আয়োজনে তথ্য প্রদর্শনী শুরু হয়। প্রদর্শনীর একপর্যায়ে ছাত্রলীগ নেতাকর্মীরা হঠাৎ করেই প্রদর্শনীতে হামলা ও ভাংচুর চালায়। এতে ছাত্রফ্রন্টের ১০ জন আহত হয়। হামলাকারীরা প্রদর্শনীস্থলে থাকা বেঞ্চ ও আয়োজন সংশ্লিষ্ট জিনিসপত্র ভাংচুর করে ও প্রদর্শনী প- করে দেয়। আহতদের মধ্যে রেজাউর রহমান রানা, ফাহিম আহমেদ চৌধুরী, মিজানুর রহমান, সজীবুর রহমান সানীকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বন্দুকযুদ্ধে ডাকাত আহত নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২৫ অক্টোবর ॥ পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নাসির উদ্দিন (৪৬) নামে এক ডাকাত আহত হয়েছে। মঙ্গলবার ভোররাতে কালীগঞ্জ উপজেলার বারোবাজার-তাহেরপুর সড়কের ছিরা-জাঙ্গাল মাঠে এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এ ঘটনায় ১ পুলিশ ও ১ আনসার সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ গুলিভর্তি সার্টারগান ও দুটি দা উদ্ধার করেছে। আহত ডাকাত সদস্য নাসির উদ্দিনের নামে কালীগঞ্জসহ বিভিন্ন থানায় ৮টি ডাকাতি মামলা রয়েছে। সে কালীগঞ্জ উপজেলার মিঠাপুকুর গ্রামের সামছদ্দিন ম-লের ছেলে। ট্রেনে কেটে নারীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ২৫ অক্টোবর ॥ সীতাকু-ে ট্রেনে কেটে অপ্সাত (৪০) নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মাদামবিবিরহাট রেলওয়ে নেভি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ভাটিয়ারী মাদামবিবিরহাট নেভি গেট এলাকায় রেললাইন পর হওয়ার সময় অজ্ঞাতনামা এক নারী ট্রেনে কাটা পড়ে। রেলওয়ে পুলিশ খণ্ড-দ্বিখ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে। রাবিতে শিক্ষকদের নিন্দা ॥ শাস্তি দাবি রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আইন অনুষদের প্রশ্নে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার সাল ভুল হওয়াকে স্বেচ্ছাকৃত উল্লেখ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামীপন্থী শিক্ষকরা। মঙ্গলবার দুপুরে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক এম জুলফিকার আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকা-ের সাল ১৯৭৫-এর পরিবর্তে ২০১৬ মুদ্রিত হওয়ায় প্রগতিশীল শিক্ষক সমাজ মর্মাহত, ক্ষুব্ধ এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। প্রগতিশীল শিক্ষক সমাজ মনে করে, এ ধরনের ত্রুটি স্বেচ্ছাকৃত ও অমার্জনীয়। বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চিত্তরঞ্জন মিশ্র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ধরনের তথ্য পরিবেশনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অধিকতর সতর্কতা ও যত্নবান হওয়ার আহ্বান জানানো হয়। এদিকে মঙ্গলবার সকালে রাবি উপাচার্যের সঙ্গে দেখা করে এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন রাবি ছাত্রলীগের নেতাকর্মীরা। চট্টগ্রামে গ্রেফতার ৭৪ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৯শ’ পিস ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করেছে পুলিশ ও র‌্যাব। এছাড়া বিভিন্ন অপরাধে জড়িত মোট ৭২৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় এ অভিযান পরিচালিত হয়। সিএমপি সূত্রে জানানো হয়, নগরীর ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকা থেকে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় সাড়ে চার কেজি গাঁজা ও ৮৩ বোতল বিদেশী মদ। এদিকে, পুলিশী অভিযানে মাদক দ্রব্য উদ্ধারের ঘটনায় মোট ৭টি মামলা দায়ের করা হয়েছে। এদিন গ্রেফতার হয়েছে বিভিন্ন অপরাধ ও মামলার সঙ্গে সংশ্লিষ্ট ৭২ জন। এছাড়া ট্রাফিক আইন ভঙ্গের অপরাধে এদিন ৬১৩টি মামলা দায়ের করা হয়। কাগজপত্রবিহীন গাড়ি আটক হয়েছে ৩০টি। ৯ ঘণ্টা পর ফেরি উদ্ধার স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ নাব্য সঙ্কটের কারণে মঙ্গলবার শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ডুবোচরে আটকা পড়ে রো রো ফেরি শাহ আলী। দীর্ঘ ৯ ঘণ্টা পর ফেরিটি উদ্ধার করা হয়। এতে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন। পদ্মায় পানি কম থাকায় নৌরুটে এখন ফেরি চলছে ঝুঁকি নিয়ে। নতুন-পুরান সব ফেরির প্রপেলারে মারাত্মক ক্ষতি হচ্ছে। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক গিয়াস উদ্দিন পাটুয়ারী জানান, মঙ্গলবার ভোর চারটার দিকে রো রো ফেরি শাহ আলী নৌরুটের লৌহজং টার্নিং পয়েন্টের কাছে পদ্মার ডুবোচরে আটকে যায়। দীর্ঘ ৯ ঘণ্টা চেষ্টার পর ফেরিটিকে টাগবোট দিয়ে টেনে নামানো হয়। পরে ফেরিটি গন্তব্যে চলে যায়। তাছাড়া পদ্মায় পানি কম থাকায় এ রুটে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কলেজশিক্ষিকা লাঞ্ছিত নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২৫ অক্টোবর ॥ বাগাতিপাড়ায় কলেজ পরিচালনা পর্ষদের বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হাতে লাঞ্ছিত হয়েছেন চাঁদপুর টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের সেক্রেটারিয়াল সায়েন্সের প্রভাষক কহিনুর খাতুন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কলেজটির অফিসরুমে এ ঘটনা ঘটে। লাঞ্ছিত কহিনুর খাতুন একই কলেজের অধ্যক্ষ মকবুল হোসেনের স্ত্রী। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, চাঁদপুর টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মকবুল হোসেনের বৈধ নিয়োগ নেই এবং তিনি সকল পরীক্ষায় তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণসহ কতিপয় দুর্নীতির অভিযোগ আনেন দয়ারামপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুসের নেতৃত্বে এলাকাবাসী ও কলেজের কতিপয় শিক্ষক-কর্মচারী। বর্তমানে অভিযোগের বিষয়টি তদন্তাধীন। একপর্যায়ে অধ্যক্ষ মকবুল হোসেন কলেজে এলে তার ওপর হামলার হমকি দেয়া হয়। ফলে তিনি কিছুদিন ধরে কলেজে আসতে পারছিলেন না। মঙ্গলবার স্থানীয় কিছু লোকজন কলেজে এসে অধ্যক্ষ মকবুলের পক্ষে অবস্থান নেয়। এ সংবাদে চেয়ারম্যান কুদ্দুসের সমর্থকরা কলেজে এসে চড়াও হয় এবং অধ্যক্ষ মকবুল হোসেনকে উদ্দেশ করে গালিগালাজ শুরু করে। এ সময় অধ্যক্ষ মকবুল হোসেনের স্ত্রী সেক্রেটারিয়াল সায়েন্সের প্রভাষক কহিনুর খাতুন প্রতিবাদ করলে কুদ্দুসের সমর্থকরা তাকে লাঞ্ছিত করে। পরে কলেজের শিক্ষক ও স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তিন ভুয়া সাংবাদিককে গণধোলাই স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকা থেকে তিন ভুয়া সাংবাদিককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। নিজেদের ‘নিউজএকাত্তর ডটকম’ নামের অনলাইন পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করতে গিয়ে এরা ধরা পড়ে। ভুয়া তিন সাংবাদিকই সহোদর। তাদের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায়। পাহাড়তলী থানা সূত্রে জানা যায়, রবিউল ইসলাম (২৩), আবু হাসান ওরফে মামুন (২১) ও মাহফুজুর রহমান (১৯) নামের এই তিন যুবক সোমবার রাতে পাহাড়তলী থানার সরাইপাড়া লোহারপুল সংলগ্ন ঢাকা বেকারিতে চাঁদা দাবি করে। নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে তারা বলে, এই দোকানে অবৈধ জিনিসপত্র ও নিম্নমানের খাবার সামগ্রী রয়েছে বলে রিপোর্ট আছে। এ তথ্য পত্রিকায় তুলে ধরা হবে। তারা নানাভাবে হুমকি দিয়ে মোটা অঙ্কের অর্থ আদায়ের চেষ্টা করে। কিন্তু তাদের আচরণে সন্দেহ হওয়ায় চ্যালেঞ্জ করে ওই বেকারির লোকজন।
×