ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পথচারীদের ভোগান্তি

কিশোরগঞ্জ শহরে ফুটপাথ হকারদের দখলে

প্রকাশিত: ০৪:০৪, ২৬ অক্টোবর ২০১৬

কিশোরগঞ্জ শহরে ফুটপাথ হকারদের দখলে

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২৫ অক্টোবর ॥ কিশোরগঞ্জের গুরুত্বপূর্ণ সড়কসহ শহরের বেশ কয়েকটি ব্রিজের ফুটপাথ দখল করে ব্যবসা করায় পথচারীদের চলাফেরায় চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। জানা গেছে, কিশোরগঞ্জ শহরে প্রায় ছয় শতাধিক হকার গুরুত্বপূর্ণ রাস্তার ফুটপাথ দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে পথচারীরা ফুটপাথ ব্যবহার করতে না পেরে একপ্রকার ঝুঁকি নিয়েই চলাচল করতে বাধ্য হচ্ছেন। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এছাড়া রাস্তায় পথচারীদের চলাচলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। সরেজমিন গিয়ে দেখা যায়, কিশোরগঞ্জ পৌরসভাধীন শহরের গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত গৌরাঙ্গ বাজার ব্রিজ, পুরানথানা ব্রিজ, তেরিপট্টি, বড়বাজার, শহীদী মসজিদ এলাকায় ফুটপাথের খালি জায়গা দখল করে শত শত হকার পলিথিনের ঝুপড়ি ও চৌকি বসিয়ে ব্যবসা পরিচালনা করছেন। তবে মাঝে মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে হকাররা মালামাল সরিয়ে নিলেও পরে আবার পেটের তাগিদে একই স্থানে অথবা অন্য কোন স্থানে ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন। সচেতন মহলের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে যথাযথ কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় এ অচলাবস্থা থেকে পথচারীরা রেহাই পাচ্ছেন না। কয়েকজন হকার জানান, তারা দীর্ঘদিন ধরে একটি হকার মার্কেট প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছেন। কিন্তু কর্তৃপক্ষ কোন ব্যবস্থা না নেয়ায় তাদের মধ্যে এক ধরনের হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। এ বিষয়ে জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বলেন, মূলত নিম্নবিত্ত শ্রেণীর উল্লেখযোগ্য অংশ তাদের কর্মসংস্থানের অংশ হিসেবে ফুটপাথকে বেছে নিয়েছে। ফুটপাথ মুক্ত হওয়া যেমন কাম্য তাদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ করে দেয়াও কর্তৃপক্ষের কাম্য। কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ বলেন, একদিনে এমন সমস্যার সৃষ্টি হয়নি। কিছুদিন হলো দায়িত্ব গ্রহণ করেছি। খুব দ্রুত ফুটপাথ দখল মুক্ত রাখতে কার্যকরী প্রদক্ষেপ নেয়া হবে।
×